২১ এপ্রিলেই ভাগ্য নির্ধারণ! কারা ‘যোগ্য’, কারা ‘অযোগ্য’? তালিকা প্রকাশের ‘তারিখ’ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

জুই নাগ, কলকাতা:  স্কুলে চাকরি হারানো শিক্ষকদের অনেকেই বিগত কয়েক মাস ধরে মানসিক দোটানায় ছিলেন (SSC Scam)। কারা ‘যোগ্য’, কারা আবার ‘অযোগ্য’—এই বিভাজনের ফাঁদে পড়ে স্কুলে পড়ানোই বন্ধ হয়ে যায় বহু শিক্ষকের। এই পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন পড়ুয়ারাই। দিনের পর দিন শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছিল ক্লাস, বাধা পাচ্ছিল রুটিন ...

Updated on:

SSC

জুই নাগ, কলকাতা:  স্কুলে চাকরি হারানো শিক্ষকদের অনেকেই বিগত কয়েক মাস ধরে মানসিক দোটানায় ছিলেন (SSC Scam)। কারা ‘যোগ্য’, কারা আবার ‘অযোগ্য’—এই বিভাজনের ফাঁদে পড়ে স্কুলে পড়ানোই বন্ধ হয়ে যায় বহু শিক্ষকের। এই পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন পড়ুয়ারাই। দিনের পর দিন শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছিল ক্লাস, বাধা পাচ্ছিল রুটিন পড়াশোনা। অভিভাবকরাও চিন্তায় ছিলেন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে।

মানসিক উদ্বেগে শিক্ষক মহল (Teacher Anxiety)

এই ধোঁয়াশার মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের অনেকে চাকরি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। কবে আবার স্কুলে ফিরতে পারবেন, আদৌ ফিরতে পারবেন কি না—এই সব প্রশ্নের কোনও উত্তর ছিল না। বেতনের অনিশ্চয়তা, সামাজিক দৃষ্টিভঙ্গির চাপ সব মিলিয়ে তীব্র মানসিক চাপ তৈরি হয়েছিল তাঁদের উপর। এই অবস্থায় সুপ্রিম কোর্টের সাময়িক রায় খানিক স্বস্তি দিয়েছে অনেককেই।

সুপ্রিম কোর্টের রায়ে অস্থায়ী স্বস্তি (Supreme Court Relief)

সর্বোচ্চ আদালত জানিয়েছে, আপাতত ‘টেন্টেড’ (Tainted) তালিকায় নাম না থাকা ‘যোগ্য’ (Eligible) শিক্ষক-শিক্ষিকারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াতে পারবেন। পড়ুয়াদের স্বার্থেই এই সিদ্ধান্ত, বলেছে সুপ্রিম কোর্ট। এই রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে। এটা আপাতত স্বস্তি।” তিনি আশ্বাস দেন, এই সময়ের মধ্যে সমাধানসূত্র বের করে শিক্ষকরা যাতে নিয়মিত বেতন পান, সেদিকেও নজর রাখবে রাজ্য সরকার।

SSC-র তালিকা প্রকাশের ঘোষণা (SSC List Publication Date)

তবে শিক্ষক-শিক্ষিকারা ঠিক কবে থেকে স্কুলে ফিরে যেতে পারবেন, সেই নিয়ে কোনও নির্দিষ্ট তালিকা এখনও প্রকাশ পায়নি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ বিষয়ে স্পষ্ট বলেন, “এদিনের রায়ে কাল থেকে কারা স্কুলে যাবেন সেই নিয়ে শিক্ষকদের কোনও তালিকা প্রকাশের কথা মহামান্য আদালত বলেননি। তাই এরকম কোনও তালিকা প্রকাশের প্রশ্ন নেই।” তবে শিক্ষামন্ত্রী জানান, পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২১ এপ্রিল (April 21) SSC পুরো প্যানেল খতিয়ে দেখে যোগ্য (Eligible) ও অযোগ্য (Ineligible) শিক্ষকদের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।

আইনি লড়াই ও রাজনৈতিক বার্তা (Legal Move & Political Message)

শিক্ষামন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, “যোগ্য শিক্ষা কর্মীদের পাশেও আমরা আছি। চিন্তা করতে বারণ করব।” তিনি জানান, মুখ্যমন্ত্রীর পরামর্শেই এখন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিরোধীদের নিশানা করে তিনি বলেন, “বিরোধীরা কোনওদিনই যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে ছিলেন না। বরং সবকিছু বানচাল করার জন্যই কাজ করেন।” শেষ কথা, সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি মিললেও, ২১ এপ্রিলের SSC তালিকা এবং আইনি পদক্ষেপই নির্ধারণ করবে এই যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের ভবিষ্যৎ।

প্রতিদিন সকালে দৈনিক আপডেট পেতে অবশ্যই গুগল করুন-Tollywood Online

অবশ্যই দেখবেন: SSC Scam : স্কুলে স্কুলে Teacher নেই! পড়াচ্ছে Senior Student, এবার কি হতে চলছে ‘Civic Teacher’ মডেল?

WhatsApp Icon