টলিউডের অন্যতম সুপারস্টার জিৎ গত ২৭ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছিলেন এই সুখবরের কথা। প্রথম সন্তানের জন্মের ১১ বছর পর দ্বিতীয়বার বাবা হতে চলেছেন জিৎ। অবশেষে এলো সেই শুভক্ষণ। সোমবার সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করে সকলকে এই সুখবর জানালেন জিৎ। কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তানের জন্ম হলো জিতের পরিবারে।
সুখবর শেয়ার হতেই সংগীত শিল্পী অনেক ধর থেকে শুরু করে শুভশ্রী এমনকি শ্রাবন্তী পর্যন্ত শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন জিতের সোশ্যাল মিডিয়া পেজকে। গত ১৬ সেপ্টেম্বর গৌরব ঋদ্ধিমার জীবনেও এসেছে সুখবর। আবার ডিসেম্বর মাসে শুভশ্রী জানাবেন দ্বিতীয় বারের জন্য সুখবর। এই এত সুখবর এর মধ্যে দীর্ঘ ১১ বছর পর দ্বিতীয়বারের জন্য বাবা-মা হতে পেরে ভীষণ খুশি জিত এবং মোহনা।
View this post on Instagram
প্রেগন্যান্সি ফটোশ্যুটের ছবি শেয়ার করে জিৎ ক্যাপশনে লিখেছিলেন, ‘একটা খুশির খবর আমরা সকলের সঙ্গে শেয়ার করতে চাই। আর সেটা হল আমি আর মোহনা আমাদের দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করছি। আপনাদের সকলের আশীর্বাদ কাম্য’। নতুন সদস্যরের মুখ দেখানোর আবদার করেছেন ভক্তরা।
আরও পড়ুন: শিমুল ও প্রতীক্ষা একজোট হলো! এবার দুই বউ মিলে স্বামীদের সঠিক পথে আনবে, ফাঁস ধামাকাদার পর্ব