লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Dadagiri 10: রবিবারে সফর শেষ দাদাগিরির! ফাইনালের মঞ্চে একসঙ্গে সৌরভ-ডোনা! দর্শকদের জন্য দারুন চমক

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Dadagiri 10: দেখতে দেখতে শেষ হতে চলেছে দাদাগিরি সিজন টেন (Dadagiri Season 10)। বাঙালির প্রিয় রিয়ালিটি শো সফর শেষ করতে চলেছে রবিবার। এতদিন প্রায় প্রত্যেক এপিসোডে কথায় কথায় উঠে আসত সৌরভ (Sourav Ganguly) অর্ধাঙ্গিনী ডোনার (Dona Ganguly) কথা। এবার দাদাগিরি মঞ্চে একসঙ্গে দেখা যাবে তাঁদের। দাদাগিরির ফাইনাল মাতাতে মঞ্চে আসছেন ডোনা গাঙ্গুলী।

হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে দাদাগিরি সফর শেষ করতে চলেছে জি বাংলা। আচমকা ফাইনালের ঘোষণায় অবাক হয়েছেন দর্শকেরা। ফাইনালের পর্বে ঠিক কি কি দেখানো হবে, তা নিয়ে এখনো স্পষ্ট ধারণা নেই। চারিদিকে যখন চর্চা জারি, ঠিক তখনই চ্যানেলের তরফে প্রকাশ করা হলো এই ফাইনাল পর্বের প্রথম প্রোমো। সেটাই মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট।

Dadagiri 10 GRAND FINALE: 

অনুরাগীদের কথায়, ডোনা ছাড়া দাদাগিরি (Dadagiri 10) যেন অসম্পূর্ণ। গোটা রাজ্যের নানান প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের মুখে সৌরভের ঘরের মানুষ সানা ও ডোনার কথা উঠে আসত প্রায় প্রত্যেক পর্বেই। তাই দর্শকদের জন্য চমক জারি রাখতে ফাইনালে থাকছে ডোনা এবং তার দীক্ষামঞ্জরি। অর্থাৎ জি বাংলার দাদাগিরির চূড়ান্ত পর্বে নাচের স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে মঞ্চ মাতাবেন ডোনা।

WhatsApp Group Join Now

দাদাগিরি ফাইনালের প্রোমো প্রকাশের পরেই জানা গেল সেই চমকের কথা। দাদাগিরির (Dadagiri 10) মঞ্চে দেখা যাবে ডোনার ওডিসি পারফরম্যান্স। এর আগে সিজন 9-এর অন্তিম পর্বে সৌরভ-ডোনার রোম্যান্টিক ডুয়েট মন ভরিয়েছিল সকলের। দাদাগিরির দশম সিজনেও তাই ডোনা ম্যাজিক রাখছে জি বাংলা।

আগামী রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে দাদাগিরি সিজন টেন গ্র্যান্ড ফাইনাল। নির্ধারিত সময়ের চেয়ে ২ ঘন্টা আগে শুরু হবে ‌ ফাইনাল পর্ব। দশম সিজনের চূড়ান্ত রাউন্ডে মুখোমুখি লড়বে ছয়টি জেলা। ট্রফির লক্ষ্যে নামতে দেখা যাবে, দক্ষিণ চব্বিশ পরগণা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমকে। এদের মধ্যে কে জয়ী হয়, তা নিয়েই ক্রমশ বাড়ছে উদ্দীপনা।

আরও পড়ুন: Abhishek Chatterjee Birthday: প্ৰিয় রেস্তোরাঁর ডাব চিংড়ি, বিরিয়ানি! অভিষেকের ছবি আঁকড়ে কেক কেটে জন্মদিন পালন স্ত্রী-কন্যার

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।