লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Mahalaya 2023: সুখ-সমৃদ্ধি লাভের জন্য মহালয়ায় এই কাজগুলি অবশ্যই করুন! জেনে নিন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজ মহালয়া । মহালয়া মানে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা ।এটি একটি অত্যন্ত শুভ দিন। অনেকেই পিতৃ পুরুষের উদ্দেশ্যে এই দিন তর্পণ করেন ও গঙ্গা স্নান করেন। এমন কিছু নিয়ম আছে যদি আপনি সেগুলি পালন করেন তবে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে ।আবার এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো কখনোই পালন করবেন না।

কি কি নিয়ম পালন করবেন

  • মহালয়ার দিন ভোরে ঘুম থেকে উঠে পড়া উচিত।
  • এরপর যারা তর্পণ করবেন তারা নতুন পরিষ্কার ধুতি পড়ে ভোর বেলায় গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করা উচিত।
  • তর্পণ করার আগে মনে রাখা উচিত যে কিছু না খেয়ে তর্পণ করবেন।
  • যারা তর্পণ করবেন না তারা পিতৃপুরুষদের মালা পরিয়ে তাদের খাবার দিতে পারেন।
  • মহালয়ার দিন অত্যন্ত শুভ তাই এই দিন পারলে দরিদ্রদের খাদ্য বস্ত্র দান করতে পারেন ।এই দিন দান করা খুব ভালো।
  • এই দিন আপনি পশুপাখিদের ও খাবার খাওয়াতে পারেন।
  • মহালয়ার দিন আপনি রামায়ন, মহাভারত, গীতা পাঠ করতে পারেন।

মহালয়ার দিন কি কি করবেন না

  • মহালয়ার দিন কোন আমিষ ( Non veg) খাবার খাবেন না এবং পূর্বপুরুষের সামনেও আমিষ খাবার দেবেন না।
  • ধূমপান ( Smoking), মদ্যপান ( Drinking) ইত্যাদি থেকে বিরত থাকা উচিত এই দিন।
  • এই দিন কোন নেগেটিভ চিন্তা ( Negetive thought) আপনার মনে আনবেন না । হিংসা, বিরক্ত ইত্যাদি থেকে দূরে থাকুন এই দিন।
  • মহালয়ার দিন যিনি তর্পণ করবেন তিনি চুলদাড়ি কাটবেন না।
  • মহালয়ার দিন কোন শুভ কাজ করবেন না। বিবাহ( Marriage) , অন্নপ্রাশন ,গৃহপ্রবেশ ইত্যাদি কোন শুভ কাজ সেদিন না করাই ভালো।
Mahalaya
Mahalaya

এই নিয়মগুলো যদি আপনি পালন করেন তাহলে আপনার জীবনে কোনো নেতিবাচক প্রভাব ( Negetive Impact) পড়বে না এবং আপনার জীবনের সৌভাগ্য ফিরে আসবে।

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।