আপনার জীবনের অর্থনৈতিক সঙ্কট দূর করতে আপনি অবশ্যই মহালয়ার শুভ দিনটি বেছে নিতে পারেন। আমরা জানি মহালয়ায় দেবীপক্ষের সূচনা হয়।আর এই দেবীপক্ষের পুণ্য লগ্নে আপনি যদি এই টোটকাটি গুলো ফলো করতে পারেন, তাহলে আপনার জীবনে কোনদিন কখনও অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হবে না। আমরা অনেক সময় অনেক কাজ করে যাই কিন্তু কাজ করেও কোনোরকম ভালো ফল আসেনা।
এবং এই ভালো ফল পাওয়ার জন্য আমরা কত কিছুই না করে থাকি। কিন্তু যদি সঠিক নিয়ম মেনে ঠিকঠাক কাজ না করি তাহলে আমাদের জীবনে কোনদিন শান্তি আসবেনা। তাই মহালয়ার এই পুন্য তিথিকে কাজে লাগান এবং নিজের জীবনকে সুন্দরময় করে তুলুন। এই টোটকাগুলি আপনাকে মনে বিশ্বাস রেখে করতে হবে। আপনার মনে যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি এই ধরনের টোটকা গুলো ফলো করেও কিছুই করতে পারবেন না। আর আপনার জীবনে কোনোরকমের শুভ ফল আসবে না।

আবার আপনি শুধু এই টোটকা গুলো ফলো করে গেলেই হবেনা, তার সাথে আপনাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে। এবং তবেই দেখবেন আপনি আস্তে আস্তে ভালো ফল পাচ্ছেন। আর আপনার জীবনে এই শুভ ফল পেতে গেলে , আপনাকে আটটি সুপারি আপনার ঘরের ঈশান কোণে একটি লাল চেলির মধ্যে বেঁধে রেখে দিতে হবে। তবে তার আগে ওই সুপারি গুলিকে অবশ্যই মা লক্ষীর পা ছুঁইয়ে তার পরেই লাল চেলিতে রাখতে হবে। এবং এটি রাখার সময় অবশ্যই আপনি ১০৮ বার বলবেন- ‘জয় মা লক্ষ্মী’। আর এই কাজটি যদি আপনি মহালয়ার দিন করতে পারেন তাহলে আপনার জীবনে অর্থনৈতিক পরিবর্তন আসতে বাধ্য।
আরও পড়ুন: Mahalaya 2023: সুখ-সমৃদ্ধি লাভের জন্য মহালয়ায় এই কাজগুলি অবশ্যই করুন! জেনে নিন