লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

যেকোনো চরিত্রেই অনবদ্য অভিনয়! ‘ইচ্ছে পুতুল’এ ‘ফাহিমে’র অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জি বাংলায় (Zee Bangla) টেলিকাস্ট হওয়া ধারাবাহিক গুলির মধ্যে থেকে অন্যতম হল ‘ইচ্ছে পুতুল’ (Ichche Putul)। বর্তমান সময়ে এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। অবশ্য এখনও পর্যন্ত টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক। কিন্তু তা সত্ত্বেও দর্শকদের এই ধারাবাহিকের গল্প বেশ ভালো লাগছে। বর্তমানে সমালোচনা আর প্রশংসা দুটোই পাচ্ছে ‘ইচ্ছে পুতুল’। ধারাবাহিকের জনপ্রিয়তা আরও বাড়ানোর জন্য নতুন টুইস্ট আনতে চলেছে মেকার্স।

এই ধারাবাহিকে দুই বোনের বিপরীত চরিত্র দেখানো হয়েছে। ময়ূরী আর মেঘ দুই বোন হলেও একে অপরের থেকে ভীষণ আলাদা তারা। ময়ূরী সবসময় মেঘের খারাপ করার জন্য উঠে পড়ে লাগে। আর এই কারণেই মেঘের সংসার ভাঙতে রূপ কে কাজে লাগিয়েছে সে। ময়ূরীর কারসাজিতে আর রুপের বুদ্ধিতে সংসার ভেঙেছে মেঘের। শ্বশুর বাড়ির লোক তো আগেই তাকে বিশ্বাস করত না, পছন্দ করত না। এখন তার স্বামী সৌরনীলও তাকে সহ্য করতে পারে না।

fahim mirza
fahim mirza

মেঘ আর সৌরনীলের সম্পর্ক ডিভোর্সের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। আর এর মুখ্য কারণ হল ময়ূরী আর রূপঙ্কর। রুপ অর্থাৎ রূপঙ্করের চরিত্রে অভিনয় করছেন ‘মিঠাই’ (Mithai fame Fahim Mirja) ধারাবাহিকের বিখ্যাত অভিনেতা ফাহিম মির্জা। ফাহিমকে আগে বিভিন্ন চরিত্রে দেখা গেছে। কিন্তু মিঠাই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছ থেকে ভীষণ ভালোবাসা অর্জন করতে পেরেছিলেন তিনি। রুদ্র হয়ে যেমন ভালোবাসা পেয়েছিলেন, ঠিক সেই ভাবেই রূপঙ্কর চরিত্রের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। মাত্র কয়েক মাসের গ্যাপে একটি সম্পূর্ণ পজিটিভ চরিত্র থেকে নেগেটিভ চরিত্রে আসা মোটেই সহজ না। কিন্তু এই কঠিন কাজকেই সম্ভব করে দেখিয়েছেন ফাহিম মির্জা।

অল্প কয়েকদিন হল ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে তাকে দেখা যাচ্ছে। কিন্তু নিজের অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। আগেও এই ধরনের চরিত্র বাংলা ধারাবাহিকে প্রচুর দেখা গেছে। কিন্তু ফাহিম মির্জার অভিনয় এই চরিত্রটিকে এক নতুন দিক দিয়েছে। যে কোন চরিত্রেই সাবলীল ভাবে অভিনয় করতে পারেন তিনি। একথা যেন আরো একবার প্রমাণ করে দিলেন ফাহিম।

WhatsApp Group Join Now
About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment