Gold Price Today: সঞ্চয় হোক বা বিনিয়োগ আজও সকলের কাছে সোনা মূল্যবান হিসাবেই বিবেচিত হয়। তাই কেনার শখ হোক বা না হোক সোনার দাম বৃদ্ধি পেলে মাথায় চিন্তার ভাঁজ পড়ে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের। অন্যদিকে দাম সামান্য কমলে হাসি ফোটে সকলের মুখে। দেশীয় এবং আন্তর্জাতিক কারণের উপর নির্ভর করে প্রতিদিন সোনার দাম ওঠানামা করতে থাকে। গতকাল সোনার দাম কিছুটা হলেও কম ছিল। আজ অক্ষয় তৃতীয়ার দিন সোনার দাম (Gold Price Today) কত দেখে নেওয়া যাক-
Gold Price in India (10th May 2024)
আজ শুক্রবার সকাল সাতটা অনুযায়ী, ২৪ ক্যারেট পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম রয়েছে ৭২,০৫০ টাকা। আজ ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম গতকালের তুলনায় ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।
আজ শুক্রবার সকাল সাতটা অনুযায়ী, ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৭২,৪০০ টাকা। আজ ২৪ ক্যারেট খুচরো সোনার দামও ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।
আজ ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮,৮৫০ টাকা। আজ ২২ ক্যারেট হলমার্ক সোনার দামও ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: Summer Vacation: এবার জুন-জুলাইতেও হতে পারে ক্লাস, বাতিল হচ্ছে গরমের ছুটি! বিরাট আপডেট সামনে এল
আজ সোনার সঙ্গে রুপোর দামেও পরিবর্তন হয়েছে। আজ রাজধানীতে রুপোর দাম কত দেখে নেওয়া যাক:
আজ রাজধানী কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম রয়েছে ৮২,৭৫০ টাকা। আজ রাজধানীতে খুচরো রুপোর দাম ১১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।
আজ ১ কেজি রুপোর বাটের দাম রয়েছে ৮২,৬৫০টাকা। গতকালের তুলনায় আজ রুপোর বাটের দামও ১১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।