Gold Price Today: প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত সর্বত্র সোনার চাহিদা বর্তমান। বিয়ে হোক বা জন্মদিন, অন্নপ্রাশন সব অনুষ্ঠানে আজও উপহার হিসাবে সোনা দেওয়া হয়ে থাকে। তাই অন্যান্য দেশের তুলনায় ভারতে সোনার চাহিদা একটু বেশি। এছাড়া বিনিয়োগের ক্ষেত্রেও সোনার চাহিদা রয়েছে। সেই কারণে সোনার দামের উপর নজর রাখেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। গতকাল রাজধানীতে সোনার দাম (Gold Price) ছিল ঊর্ধ্বমুখী। আজ সপ্তাহের পঞ্চম দিনে সোনার দাম কত দেখে নেওয়া যাক-
Gold Price On 26th April 2024 :
আজ শুক্রবার সপ্তাহের পঞ্চম দিনে সকাল সাতটা অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৭২,২৬০ টাকা। আজ ২৪ ক্যারেট সোনার দাম গতকালের তুলনায় কিছুটা হলেও হ্রাস পেয়েছে।
আজ শুক্রবার, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬,২৪০ টাকা। আজ গতকালের তুলনায় দাম কিছুটা কমেছে।
আজ সোনার সঙ্গে রুপোর দামও কিছুটা কমেছে। আজ রাজধানীতে রুপোর দাম (Silver Price) কত দেখে নেওয়া যাক:
আজ রাজধানী কলকাতায় ১ কেজি রুপোর দাম রয়েছে ৮২,৪০০ টাকা। গতকালের তুলনায় আজ রুপোর দামও ১০০ টাকা হ্রাস পেয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, আজ ২৬শে এপ্রিল শুক্রবার বিশ্ব বাজারে সোনার সাম সামান্য ঊর্ধ্বমুখী। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ২৩১৩.৫০ মার্কিন ডলার, আজ তা সামান্য বেড়ে হয়েছে ২৩৩১.৭০ মার্কিন ডলার। এর প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। কারণ দেশীয় বাজারে আজ সোনার দাম রয়েছে নিম্নমুখী।