জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকে নতুন এন্ট্রি নিয়েছে নিয়েছে একটি পুরুষ চরিত্র। যাকে দেখে রীতিমতো ঘায়েল হয়েছে মহিলা দর্শকরা। জেনে নেওয়া যাক তারই আসল পরিচয়-
বর্তমানে জি বাংলায় (Zee Bangla) বেশ কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে। সেগুলির মধ্যে থেকে অন্যতম হল ইচ্ছে পুতুল (Ichche Putul)। এই ধারাবাহিকটি অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু এখনও পর্যন্ত টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারেনি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিক সম্পর্কে সমালোচনা আর প্রশংসা দুটোই শোনা যায়। নতুন টুইস্টের কারণে এবার জনপ্রিয়তা আরো খানিকটা বাড়তে চলেছে বলে আশা করা যাচ্ছে।
এই ধারাবাহিকের নায়িকা মেঘ (Megh)। মেঘের দিদি ময়ূরী সবসময় তার ক্ষতি চেয়ে এসেছে। মেঘের ক্ষতি করতেই মূলত রূপকে কাজে লাগিয়েছিল ময়ূরী। মিথ্যে বদনাম দিয়ে শ্বশুরবাড়ি ছাড়া করেছে মেঘকে। কেউ বিশ্বাস করেনি মেঘকে। এমনকি তার স্বামীও ভুল বুঝেছে তাকে। বর্তমানে মেঘ রয়েছে তার বাবার কাছে।
কিন্তু এবার ময়ূরীর (Mayuri) সব কারসাজি সামনে আসতে চলেছে সকলের। রুপ আর ময়ূরীর যোগসাজশে যে মেঘের জীবনের এমন পরিণতি এই কথা খুব শীঘ্রই সকলে জেনে যাবে। সম্প্রতি একটি প্রোমো (Promo) ভিডিও আপলোড হয়েছে। যেখানে দেখা গেছে গান করতে গিয়ে মেঘ অজ্ঞান হয়ে পড়ে যায়। আর সেসময় একটি ছেলে এসে তাকে ধরে। তারপর দুজনে একসাথে গানটি শেষ করে। এমন দৃশ্য দেখে অবাক হয়ে যায় মেঘের স্বামী সৌরনীল। আপাতত এই প্রোমো দেখে দর্শক বেশ খুশি হয়েছে। নীলের একটা উচিত শিক্ষা হওয়া দরকার বলেই তারা মনে করছেন।
এছাড়াও মেঘের সাথে সৌরনীল -কে আর মেনে নিতে পারছেন না দর্শকরা। অন্য নায়কের ডিমান্ড করছিলেন তারা। তাই এই নতুন চরিত্র দর্শকদের বেশ ভালো লেগেছে। তবে জানা যাচ্ছে এই চরিত্র আগামী দিনের মেঘ আর নীলের সম্পর্ক জোড়া লাগাতে অনুঘটকের কাজ করবে। কিন্তু এই হ্যান্ডসাম হিরোর দেখাবেই রীতিমত ক্রাশ খেয়েছে এই ধারাবাহিকের মহিলা অনুরাগীরা।
জানা যাচ্ছে তার নাম শমীক চক্রবর্তী (Shamik chakraborty)। এর আগে ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘খেলনা বাড়ি’ ও ‘গোধূলি আলাপ’ এর মত একাধিক বিখ্যাত ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে শমীক। এছাড়াও বড় পর্দা তো তাকে দেখা গেছে। তবে এবার নতুন রূপে দেখে রীতিমত ক্রাশ খেয়েছেন অনেকেই।