জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় ধারাবাহিক। যে ধারাবাহিকের গুরুত্বপূর্ণ একটি চরিত্র হলো পরাগ (Parag) । আর এই পরাগ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায় (Drronn Mukherjee)। এই চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে ভালোই জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা। যদিও অনেকেই তাঁকে ভালো চোখে দেখেন না, কেননা পর্দায় স্ত্রী শিমুলের সঙ্গে তিনি খুবই খারাপ ব্যবহার করেন।

যে কারণে অভিনেতা দ্রোণকে সোশ্যাল মিডিয়ায় নানা ভাবে ট্রোল হতে হয়। অনেকেই মনে পর্দার মতো বাস্তবেও অভিনেতা স্ত্রীর সঙ্গে এমনই ব্যাবহার করেন। তবে এই সব কথা কর্ণপাত করেন না অভিনেতা। তবে এ বিষয়ে তাঁর স্ত্রী কি বলছেন? তাঁদের ব্যাক্তিগত জীবনে কি এর কোনো প্রভাব পড়েছে? সম্প্রতি এ নিয়ে মুখ খুললেন অভিনেতা।

পরাগ তথা অভিনেতা দ্রোণ এ নিয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘অনেকে মনে করেন বাস্তবেও আমি হয়তো এরকম। তবে আসলে ব্যাপারটা তেমন না। আমি বিবাহিত। প্রথম প্রথম এই জিনিসগুলো আমার স্ত্রীকে প্রভাবিত করতো। ওর মন খারাপ হতো। তারপর একদিন ভালোভাবে ওকে বিষয়টা বোঝাই। এখন আর অত গভীরে গিয়ে ও এগুলো ভাবে না। এখন বিষয়টা অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে’।
আর পড়ুন: শশুর বাড়ির অত্যাচার, বাপের বাড়ি গিয়ে অপমান “মেয়ে হয়ে জন্মানোর থেকে ম’রে যাওয়া ভালো”! বক্তব্য শিমুলের
জানিয়ে রাখি, ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’য় এখন বেশ টান টান পর্ব চলছে। যেখানে দেখা যাচ্ছে শিমুল শশুর বাড়ীর অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে গেছে। তবে সেখানে গিয়েও শিমুলকে নানা অপমান সহ্য করতে হচ্ছে। এখন দর্শক মনে একটাই প্রশ্ন, শিমুল কি আর শশুর বাড়ী ফিরবে না? তবে কি পরাগ-শিমুলের সংসার এখানেই শেষ? জানতে হলে দেখতে থাকুন ‘কার কাছে কই মনের কথা’।