নয়া পালক জুড়লো মিঠাইয়ের মুকুটে! ধারাবাহিক শেষ হওয়ার ২মাস পরেও পেলেন শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার

0
631
mithai
mithai

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক এর মধ্যে অন্যতম ছিল মিঠাই। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিতৃষ্ণা কুন্ডু। অসাধারণ অভিনয়ের গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন মুহূর্তেই। সিরিয়াল শেষ হয়ে গেলেও এতটুকুও জনপ্রিয়তা কমেনি সৌমীতৃষ্ণা কুণ্ডুর। জনপ্রিয় অভিনেত্রীর কথা উঠলেই সৌমিতৃষ্ণার নাম দর্শকের মুখে উঠে আসে।

তারই প্রমাণ মিলল কলাকৃতি অ্যাওয়ার্ড ২০২৩ -এ সেরা টেলিভিশন ফিমেল অ্যাকটরের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন সৌমিতৃস্না ওরফে মিঠাই। সেই অনুষ্ঠানে অভিনেত্রী শারীরিক অসুস্থতা র জন্য উপস্থিত থাকতে পারেননি। কিন্তু এই পুরস্কার পেয়ে অভিনেত্রী খুব খুশি।

তাই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন “কিছু শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারিনি, নিঃসন্দেহে অনেক বড় কিছু মিস করলাম। তবে পুরস্কার পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ।” বর্তমানে ছোটো পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করবেন অভিনেত্রী। আর সেই সব কাজ নিয়েই আপাতত ব্যাস্ত তিনি।