লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Nachiketa Chakraborty: বাবার যোগ্য উত্তরসূরী, অসাধারণ গান গেয়ে মঞ্চ মাতালেন নচিকেতার মেয়ে ধানসিঁড়ি

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty) হলেন একজন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও সংগীতকার। তিনি আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী। ১৯৯০-এর দশকের প্রথম ভাগে এই বেশ ভাল আছি অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন। নচিকেতার গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে উঠে তাই সচেতন শ্রোতা মহলে অনেক জনপ্রিয়।

Nachiketa Chakraborty
Nachiketa Chakraborty

নচিকেতার (Nachiketa Chakraborty) সকল একক অ্যালবাম ও যৌথ অ্যালবাম ও সিনেমার গান সমূহ। বাংলা জীবনমুখী গান মানেই যার কথা সবার আগে মাথায় আসে, তিনি হলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। নয়ের দশকের তাঁর সব গান আজও হিট। বয়স নির্বিশেষে নচিকেতার গান থাকে সব সময় বাঙালি শ্রোতাদের প্রিয় প্লে-লিস্টে।

তিনি গায়ক, গীতিকার, সঙ্গীত পরিচালক হিসাবে মন জয় করেছেন অসংখ্য মানুষের। সেরকমই সিঙ্গেলস অ্যালবাম ছাড়াও গেয়েছেন বহু ছবির নেপথ্য সঙ্গীত। আর সবেতেই একেবারে সেরা। ডেবিউ অ্যালবাম ‘এই বেশ ভাল আছি’-র মাধ্যমে নয়ের দশকের শুরুতে পরিচিতি লাভ করেন তিনি। নচিকেতার ‘নীলাঞ্জনা’ কিংবা ‘রাজর্ষি’ সিরিজ তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।

এছাড়াও ১৯৯৮ সালে তিনি একজন সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী হিসাবে ‘হঠাৎ বৃষ্টি’ নামক একটি সিনেমায় কাজও করেন। তারপর থেকে তিনি অভিনয়ের প্রদর্শন করেন একাধিক সিনেমায়। যেগুলি হলো, ‘খেলাঘর’, ‘কাটাকুটি’, ‘কে যায়’, ‘এই বেশ ভালো আছি’ ও ‘কোয়াশা যখন’ ইত্যাদি সিনেমা।

WhatsApp Group Join Now

আর এবার মেয়ের সাথে একই মঞ্চে গান গাইতে দেখা গেলো, সম্প্রতি নচিকেতা চক্রবর্তীকে। সূত্রের খবর ‘টিভি 9 বাংলা’ নিউজ চ্যানেলের ‘ঘরের বায়োস্কোপ’ (Ghorer Bayoskop) নামক একটি অ্যাওয়ার্ড শোয়ে উপস্থিত থাকতে দেখা যায় তাঁদের। একইসঙ্গে নিজের মেয়েকে হাতে মাইক নিয়ে একই মঞ্চে দেখে রীতিমতো আবেগে ভাসেন ‘বাবা’ নচিকেতা।

আরও পড়ুন: Shyama Poka: শ্যামাপোকা উৎপাতে অতিষ্ঠ? জানুন কীভাবে এক সেকেন্ডে শ্যামা পোকা তাড়াবেন, ঘরোয়া টোটকা

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment