সবাইকে চমকে দিয়ে ‘অনুরাগের ছোঁয়া’ কে সরিয়ে বেঙ্গল টপার হল জি বাংলার এই সিরিয়াল

0
15
jagadhatri
jagadhatri

শুরু হয়েছে টিআরপির লড়াই। আগস্টের চতুর্থ সপ্তাহেই বাংলা টেলিভিশনের বৌমাদের মধ্যে শুরু হয়েছে জমজমাট লড়াই! গৃহস্থ বাড়ির মেয়ে বউরা সন্ধ্যে হলেই টিভির সামনে বসে পড়ে। আর তারপর থেকেই চলতে থাকে একের পর এক সিরিয়ালের পালা। এই যে সারা সপ্তাহ ধরে সিরিয়ালগুলি আমাদের মনোরঞ্জন করে থাকে, এর আসল কারণ হলো টিআরপি। সারা সপ্তাহ ধরে কলাকুশলী থেকে শুরু করে প্রোডাকশন হাউজ সবাই এই টিআরপি তালিকার জন্যই অপেক্ষা করে থাকে। প্রকাশ পেয়েছে গত সপ্তাহের টিআরপি তালিকা।

প্রচুর ট্রোল হওয়া সত্বেও, সেরা দশে নিজের জায়গা তৈরি করে ফেলল ‘কার কাছে কই মনের কথা’। অপরদিকে শীর্ষস্থান দখলের লড়াই চলেছে জমজমাট। একটুর জন্য প্রথম স্থান হাতছাড়া হল ‘অনুরাগের ছোঁয়া’ -র। কিন্তু বাজিমাত করে নিয়ে গেল জগদ্ধাত্রী। এবার বেঙ্গল টপার হয়েছে ‘জগদ্ধাত্রী’ ৮.১ টিআরপি পেয়ে তালিকায় প্রথম স্থান পেয়েছে এই ধারাবাহিক। গত সপ্তাহে বেঙ্গল টপার হয়েছিল ‘অনুযগের ছোঁয়া’। কিন্তু এই সপ্তাহে আবার‌ জিতে গেছে ‘জগদ্ধাত্রী’।।

আর দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘অনুরাগের ছোঁয়া’। এর প্রাপ্ত টিআরপি ৮.০। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘ফুলকি’। এই ধারাবাহিকের প্রাপ্ত টিআরপি ৭.৯। অপরদিকে চতুর্থ স্থানের রয়েছে ‘রাঙা বউ’ ধারাবাহিক। এই ধারাবাহিকটি জি বাংলায় টেলিকাস্ট হয়। এর প্রাপ্ত টিআরপি ৭.৫। এবার পঞ্চম স্থানে উঠে এসেছে ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকের প্রাপ্ত পয়েন্ট ৭.৪। অপরদিকে স্টার জলসায় টেলিকাস্ট হওয়া বিখ্যাত ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’ নিজের জায়গা হারিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে। এবার প্রাপ্ত টিআরপি ৭.৩।

৬.৭ টিআরপি পেয়ে সপ্তম স্থানে জায়গা পেয়েছে ‘বাংলা মিডিয়াম’। আর ৬.৬ টিআরপি পেয়ে অষ্টম স্থানে জায়গা পেয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’। আর ৬.৫ পয়েন্ট পেয়ে টিআরপি তালিকার নফম স্থানে জায়গা করে নিয়েছে ‘কার কাছে কই মনের কথা’। আর ‘তুঁতে’ ৫.৯ পয়েন্ট পেয়ে দশম স্থানে রয়েছে।

সেরা ১০ বাংলা সিরিয়াল :-

জগদ্ধাত্রী- প্রথম- ৮.১
অনুরাগের ছোঁয়া- দ্বিতীয়- ৮.০
ফুলকি- তৃতীয়- ৭.৯
রাঙা বউ- চতুর্থ- ৭.৫
নিম ফুলের মধু- পঞ্চম- ৭.৪
সন্ধ্যাতারা- ষষ্ঠ- ৭.৩
বাংলা মিডিয়াম- সপ্তম- ৬.৭
হরগৌরী পাইস হোটেল- অষ্টম- ৬.৬
কার কাছে কই মনের কথা- নবম- ৬.৫
তুঁতে- দশম- ৫.৯।

সব খবর সঠিক সময় পাওয়ার জন্য ফলো করুন আমাদের (Facebook Page)