ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রুপসা চক্রবর্তী (Rupsha Chakraborty)। দর্শক মহলে অবশ্য তিনি কৌশিকী মুখার্জি নামেই বেশি পরিচিত। জি বাংলার অন্যতম জনপ্রিয় জগদ্ধাত্রী ধারাবাহিকে কৌশিকী নামেই চরিত্রেই অভিনয় করছেন তিনি। এই অভিনেত্রীর কৌশিকী মুখার্জী ছাড়া আরও একটি পরিচয় আছে সেটি হল তিনি জগদ্ধাত্রী ধারাবাহিকের প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তীর স্ত্রীও বটে।
সম্প্রতি এই অভিনেত্রীর প্রেম কাহিনী সোশ্যাল মিডিয়ায় শিরোনামে উঠে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রে স্বামীর ব্লুজ প্রোডাকশন হাউসের সিরিয়ালেই দেখা গিয়েছে রুপসাকে। ‘ভালোবাসা ডট কম’, ‘বেনে বউ’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘তুমি রবে নীরবে’ সহ একাধিক আইকনিক সিরিয়ালেই অভিনয় করেছেন তিনি। অসাধারণ অভিনয় করে দর্শকের নজর কেড়ে নিয়েছেন মুহূর্তেই।
রুপসার বাবা আলোক চট্টোপাধ্যায়ও একজন নামী অভিনেতা এটা অনেকেরই হয়তো অজানা। ছোট থেকেই গানের প্রতি একটা ঝোঁক ছিল প্রবল। সেই গানের সূত্র ধরেই স্নেহাশীষের সঙ্গে তার আলাপ। আর তারপরেই প্রেম। 6/7 মাস ধরে স্নেহাশীষের কাছে গানের তালিম নিয়েছিলেন অভিনেত্রী।
আর তারপরেই সাত পাকে বাঁধা করলেন দুজনে বিয়ের পর প্রথম প্রথম হাউসওয়াইফ হিসেবে সংসার সামলাতেন তিনি। কিন্তু তারপর স্বামীর অনুপ্রেরণাতেই অভিনয়ের জগতে পা রাখতে হয় তাকে। স্নেহাশীষের স্ত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে তাকে সবাই সমীহ করে চলেন। এখন জগদ্ধাত্রী এর কৌশিকী হিসেবে ধারাবাহিক মাতাচ্ছেন অভিনেত্রী