সদ্য শুরু হয়েছে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল কার কাছে কই মনের কথা(Kar Kache Koi Moner Kotha)। ইতিমধ্যে টিআরপি তালিকার সেরা দশের মধ্যে উঠে এসেছে এই সিরিয়াল। এই ধারাবাইকের নায়িকা শিমুলের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মানালি দে। ছোট পর্দার হাত ধরে উঠে আসা এই অভিনেত্রী অসম্ভব সুন্দর অভিনয়ের গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছে মুহূর্তেই।
এখন ছোট পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও সমানে কাজ করে চলেছেন এই অভিনেত্রী। মানালি দে অভিনীত কার কাছে বই মনের কথা সিরিয়ালটিতে দেখানো হয়েছে শাশুড়ি বৌমার রোজকারের সংসারের অশান্তি। বিষয়টা পুরনো হলেও একদম নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে। সিরিয়ালে দেখানো হচ্ছে যে বিয়ের পর শিমুল শশুর বাড়ি এসে প্রতিনিয়ত শাশুড়ি , বর এবং দেওরের কাছে অপমানিত হয়ে চলেছে।

শিমুলের জীবনে গান করা, নাচ করার যে সুপ্ত ইচ্ছা গুলো ছিল সেগুলো জলাঞ্জলি দিতে হচ্ছে ইচ্ছা না থাকা সত্ত্বেও। আর এই সব কিছুর জন্যই শুরু থেকে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ধারাবাহিকটি। শিমুলের শাশুড়ির বিরুদ্ধে ট্রোলিং চলে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ধারাবাহিকের শাশুড়ির মতো বাস্তবে হয় কিনা জানতে চাইলে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন ‘অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আমি দেখেছি।
সোশ্যাল মিডিয়ায় কমেন্টে এসেও অনেকে লিখছেন। গয়না কেন বাপের বাড়ির তত্ত্বাবধানে, কেন শ্বশুরবাড়িতে নেই- সেই নিয়ে বেশ কিছু মেয়েকে অসুখী জীবন কাটাতে হয়।’ মানালি দে অভিনয় জীবনে শুরু থেকেই একের পর এক হিট সিরিয়াল উপহার দিয়ে গেছেন দর্শকদের। অভিনেত্রীর কথায় তার প্রত্যেকটা হিট সিরিয়ালের পিছনে আছে দর্শকের ভালোবাসা।