Sonakshi-Zaheer’s Marriage: দীর্ঘ বেশ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং তার প্রেমিক জাহির ইকবাল(Zaheer Iqbal)। এখন থেকে আপনারা একে অপরের জীবনসঙ্গী। নিজস্ব আবাসন ‘অওরিয়েত’-এই সোনাক্ষী-জাহিরের শুভ পরিণয় সম্পন্ন হল। বিয়েতে উপস্থিত ছিল দুই পরিবারের আত্মীয়-স্বজন এবং তাদের কাছের বন্ধুবান্ধবরা। ইন্ডাস্ট্রির বহু মানুষকেও তাদের এই বিশেষ দিনে উপস্থিত থাকতে দেখা গিয়ে। তাদের বিয়ের মুহূর্তের বিভিন্ন ছবি ভিডিও বর্তমানে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। বিয়ের পর শ্বশুর শত্রুগ্ন সিনহার পা ছুঁয়ে প্রণাম করেছেন জাহির। এছাড়াও নিজের সদ্য বিবাহিতা পত্নীর গালে চুম্বন করে তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তিনি।
জানা যায় প্রথম দিকে সোনাক্ষী এবং জাহিরের সম্পর্ক নিয়ে বাড়িতে কিছু সমস্যা ছিল। নিজের মেয়ের স্বামী হিসেবে জাহিরকে প্রথম দিকেই মেনে নিতে পারেননি শত্রুগ্ন সিনহা। তবে বর্তমানে এখন সব ঠিক হয়ে গিয়েছে, এখন জামাইকে আদর ভালোবাসা যত্নে ভরিয়ে তুলেছেন শ্বশুর মশাই। নতুন জামাইয়ের যত্নে যাতে কোনরকম ত্রুটি না হয় সেই সমস্ত নিজের দেখে বুঝে নিচ্ছেন। জানা গিয়েছে আজ থেকে ৭ বছর আগে ঠিক এই দিনেই আলাপ হয়েছিল জাহির এবং সোনাক্ষীর তাই এই দিনটিকেই নিজেদের জীবনের বিশেষ দিনের জন্য বেছে নিয়েছেন তারা। এই দিনেই তাদের শুভ পরিণতি সম্পন্ন হল।\
তবে সোনাক্ষী এবং জাহির কেউই সামাজিক রীতি রেওয়াজ মেনে এই বিয়েটা করেননি। কারণ সোনাক্ষী হিন্দু ধর্মের এবং জাহির মুসলিম ধর্মের। তাই দুজনেই তাদের ধর্মীয়ভাবে বিয়েকে দূরে সরিয়ে আইনিভাবেই বিয়েটা সেরেছেন। বিয়ের দিন দুজনকেই সাদা রঙের পোশাকে দেখা গিয়েছে। দুজনকে পাশাপাশি দেখতে অপূর্ব লাগছিল। আর সোনাক্ষীর দিক থেকে তো চোখ ফেরানোই দায় হয়ে পড়েছিল। শান্ত স্নিগ্ধ সাজে দুজনেই ওই দিন আইনি বিবাহ সম্পন্ন করেন। জাহিরের বাবা ইকবাল রতনসি মুম্বইয়ের বিখ্যাত ব্যবসায়ী৷ সেই পরিবারেরই বৌ হলেন সোনাক্ষী।
আর রিসেপশন পার্টির দিন সোনাক্ষী কে দেখা গিয়েছিল টুকটুকে লাল রঙের বেনারসি শাড়িতে, গা ভর্তি গয়না, মাথায় চওড়া করে সিঁদুর পরে একেবারে নববধূর বেশে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। কি যে অপূর্ব লাগছিল সেদিন সোনাক্ষী কে দেখে সত্যি বলার ভাষা নেই। ওই দিনে বলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিল তাদের রিসেপশন পার্টিতে। সকলে সোনাক্ষী এবং জাহির কে উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। ওই দিন নাচ গান হইহুল্লোড় খাওয়া-দাওয়ার মাধ্যমে দিনটা কাটিয়েছেন তারা।