Gold Rate: ভারতে সোনা রুপার মূল্য প্রতিটি মানুষের কাছে বেশ গুরুত্বপূর্ণ। আমাদের দেশে যে কোন শুভ অনুষ্ঠানে সোনা রুপা দেওয়া অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। তাই তো সারা বছর ধরেই এই দেশে সোনা রুপাকে কেনা হয়ে থাকে। কিন্তু সোনা রুপার মূল্য দেশে অনেক কিছুর উপর নির্ভরশীল। আর সারা বছরই এই দেশে সোনা রুপা বিক্রি হয়ে থাকে।
কখনো সোনার দাম হাতের নাগালে বেরিয়ে যায়। আবার কখনো এক ধাক্কায় অনেকটাই কমে যায় সোনার দাম। সবকিছুই নির্ভর করে পরিস্থিতির উপরে চলুন তাহলে জেনে নেওয়া যাক আজ সপ্তাহে শেষ শনিবারে বাজারে সোনা রুপোর কি মূল্য রয়েছে।
সোনার দাম(Gold Rate):
বিগত কয়ে কদিন ধরে সোনার দাম কখনো অনেকটা বেড়েছে, কখনো আবার এক ধাক্কায় কমে গিয়েছে। সোমবার এবং মঙ্গলবার পরপর দাম কমেছে সোনার। বুধবার দাম একই ছিল, তারপর বৃহস্পতিবার আবার দাম বেশ খানিকটা বেড়েছিল। শুক্রবার আরো দাম বাড়ে সোনার। তবে শনিবার অনেকটাই দাম কমল সোনার।
এদিন গ্রাম প্রতি ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ৭,২৩৮ টাকা আর ১০০ গ্রাএর দর রয়েছে ৭,২৩,৮০০ টাকা। এদিন মোট ৮,৭০০ টাকা হ্রাস পেয়েছে সোনার দাম। শনিবার দাম পড়ল ২২ ক্যারেট সোনার। এক গ্রাম ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ৬,৬৩৫ টাকা। আর ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দর রয়েছে ৬,৬৩,৫০০ টাকা। এদিন মোট দাম কমেছে ৮,০০০ টাকা। শনিবার ১০০ গ্রাম ১৮ সোনার দাম ৫,৪২,৯০০ টাকা।
রুপোর দাম
শনিবার কমেছে রূপোর দাম। এদিন ১ গ্রাম রূপোর দাম রয়েছে ৯২ টাকা। ১ কেজি রূপোর দাম রয়েছে ৯২,০০০ টাকা। মোট দাম কমেছে ২,০০০ টাকা।