আচমকাই মুখবদল, ‘তুঁতে’ ধারাবাহিকে দেবলীনার জায়গা নিল জি বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী

0
16

একঘেয়েমি -র থেকে বাঁচতেই তুঁতে সিরিয়ালে আসতে চলেছে নতুন মুখ। এই ধারাবাহিকের অভিনেত্রীর মুখ বদল হতে চলেছে। এই খবর নেট পাড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। তাহলে কি কম টি আর পি -র কারণে বদলে দেওয়া হচ্ছে অভিনেত্রীকে? তাহলে কি বদলে দেওয়া হল নায়িকা কে? কে আসছে নতুন মুখ হয়ে? এইসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের প্রতিবেদনে।

মধ্যবিত্ত গৃহস্থ বাড়ির এন্টারটেইনমেন্ট বলতেই সিরিয়াল। সন্ধ্যে থেকেই একের পর এক সিরিয়ালের পালা চলে টিভিতে। এই কারণেই চা বিস্কুট হাতে বাড়ির মহিলা সমিতি বসে যায় টিভির সামনে। তবে এবার জানা যাচ্ছে একটি দুঃখের খবর। স্টার জলসায় বেশ কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে। তার মধ্যে থেকেই একটি শেষ হতে চলেছে।

করোনার পর থেকে স্টার জলসা (Star Jalsha) যেমন নতুন ধারাবাহিক টেলিকাস্ট করছে। তেমনি কম টিআরপি (Low TRP) আসলে অল্প দিনের মধ্যে সেটি বন্ধও করে দিচ্ছে। বর্তমানে বাংলা ধারাবাহিক গুলির স্থায়িত্ব নির্ভর করছে টিআরপির (TRP) ওপর। যতদিন কোন ধারাবাহিক টিআরপি তালিকার প্রথম দিকে নিজের জায়গা ধরে রাখতে পারছে, ততদিনই সেই ধারাবাহিকটির স্থায়িত্বকাল। যত টিআরপি তালিকার শেষের দিকে নামতে থাকে ধারাবাহিক, ততই ঘনিয়ে আসে শেষের সময়। এমনভাবেই বেশ কয়েকটি ধারাবাহিক বন্ধ করে দিয়েছে স্টার জলসা।

সাম্প্রতিক সময়ে এমন ঘটনা খুব বেশি দেখা যাচ্ছে। এখন তো নতুন ধারাবাহিকগুলির স্থায়িত্বকাল খুব বেশি হলে দুই মাস থেকে তিন মাস। শোনা যাচ্ছে একটি ধারাবাহিক এইভাবেই শেষ হতে চলেছে। ধারাবাহিকটির নাম ‘তুঁতে’ (Tunte)। এই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)।

প্রথমদিকে দর্শকদের এই ধারাবাহিকটি বেশ ভালো লাগলেও, এখন সেটি এক ঘেয়ামিতে পরিণত হয়েছে। এই কারণেই টিআরপি (TRP) তালিকায় শেষের দিকে জায়গা হচ্ছে এই ধারাবাহিকের। আসলে এই ধারাবাহীকে এখন কোন নতুনত্ব দেখা যাচ্ছে না। বস্তা পচা সেই একই গল্প, একই প্লট আর একই কনসেপ্ট। এখন এই একঘেয়ে বিষয়গুলি দর্শকদের কাছে বেশ বিরক্তির হয়ে দাঁড়িয়েছে। আর যার প্রভাব পড়েছে টি আর পি তালিকায় (TRP list)। তাই হয়তো খুব শীঘ্রই এই ধারাবাহিকটি বন্ধ হতে চলেছে।

এই ধারাবাহিকের খল চরিত্রে অভিনয় করছিলেন দেবলীনা কুমার। এই ধারাবাহিকটি নিয়ে খুব এক্সাইটেড ছিলেন তিনি। তবে এবার হঠাৎই ছেড়ে দিচ্ছেন এই ধারাবাহিক। জানা যাচ্ছে ব্যক্তিগত কারণে আর সিরিয়াল কন্টিনিউ করতে পারছেন না তিনি। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো প্রেগন্যান্ট। কিন্তু পরে জানা গেছে নাচের ট্রিপের কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এবার দেবলীনা কুমার এর জায়গায় আসতে চলেছে বিখ্যাত অভিনেত্রী মিশমি দাস।