Investment: মধ্যবিত্তদের জন্য সুখবর। এইবার মাসে মাত্র ১০০ টাকা বিনিয়োগে মেয়াদপূর্তিতে মিলবে ১ কোটি টাকা টাকা। শুনতে বেশ অবাক লাগলেও জানেন কী কোন প্ল্যানে এমন সুবিধা পাওয়া যাবে! আজকের প্রতিবেদনে রইল বিস্তারিত আলোচনা।
আর্থিক বিশ্লেষকদের মতে, প্রতিদিন কিছু টাকা সঞ্চয় করে কোটিপতি হওয়া সম্ভব (Investment)। তবে এক্ষেত্রে ৩০ বছর বয়স থেকে এই বিনিয়োগ শুরু করতে হবে। মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপিতে (SIP) বিনিয়োগে কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকে। নিজের বয়স হওয়ার পূর্বে ভালো টাকা জমাতে চাইলে ৩০ বছর বয়স থেকে এই এসআইপিতে টাকা জমাতে হবে। এক্ষেত্রে প্রতিদিন ২০ থেকে ২৫ টাকা জমা করলে প্রত্যেক মাসে ৩০০ টাকার বেশি টাকা জমানো সম্ভব হবে (Investment)।
৩০ বছর বয়স থেকে প্রত্যেক মাসে ৩০০ টাকা মিউচুয়াল ফান্ডের এসআইপিতে বিনিয়োগ করলে ৩৫ বছর পর এই টাকা কোটি টাকা হয়ে যাবে। সেই সঙ্গে মিলবে ১৫ শতাংশের ওপরে সুদ। যার জন্য টাকার অঙ্ক এক কোটি ছাড়িয়ে যাবে। প্রতি মাসে ৩০০- এর বেশি টাকা বিনিয়োগ করলে ৩৫ বছরের আগেই কোটিপতি হওয়া যাবে (Investment)।
সব খবর সবার আগে জানতে অবশ্যই ফলো করুন আমাদের Google News। এছাড়াও যুক্ত হতে পারবেন সরাসরি আমাদের WhatsApp Channel এও।