Ahona Dutta: খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের অতি প্রিয় হয়ে উঠেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া”র (Anurager Chhowa) ‘মিশকা (Mishka)’ চরিত্রটি। ধারাবাহিকে নেগেটিভ রোলে দেখা গিয়েছে মিশকা চরিত্রটিকে। আর এই মিশকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta) সংলাপ এবং এক্সপ্রেশন দিয়ে নিজেকে খলনায়িকা চরিত্রের জন্য যোগ্য করে তুলেছেন তিনি।
Actress Ahona Dutta
তবে বাস্তবে অহনার এটি প্রথম সিরিয়াল। নিজের প্রথম সিরিয়াল থেকেই খ্যাতি লাভ করেছেন তিনি। এর আগে তাকে দেখা গিয়েছে “ড্যান্স বাংলা ড্যান্স” রিয়্যালিটি শোয়ের সিজেন ১১’-এর প্রতিযোগী হিসাবে। ধারাবাহিকের গল্প অনুসারে, গল্পের শুরু থেকেই সূর্যের জন্য পাগল মিশকা। তাই সূর্যকে নিজের করে পাওয়ার জন্য বারবার নায়িকা দীপার ক্ষতি করেই তিনি দর্শকদের গা জ্বালিয়ে দিয়েছেন।
Actress Ahona Dutta’s Interview Viral
সম্প্রতি এক বিশ্বস্ত সংবাদমাধ্যমের তরফে অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল পর্দায় এত দুষ্টুমি করতে ভালো লাগে? এই প্রসঙ্গেই অভিনেত্রী জানিয়েছেন, ‘খুব এনজয় করি। বিশেষ করে স্ক্রিপ্টটা। আমার চরিত্রটা একঘেয়ে নয়। প্রত্যেকটা সিনই আমার কাছে নতুন চ্যালেঞ্জ। খুব কম সময়ে মিশকা জনপ্রিয় হয়েছে। আমি লাকি।’
সেইসাথে অভিনেত্রীর আরও সংযোজন, ‘শোতে গেলে কত রকম প্রশ্ন! কেন তুমি এটা করলে, কেন তুমি কিডন্যাপ করলে, কেন ঝগড়া বাঁধালে? প্রশ্নগুলো কোথাও যেন মিশকার সফল হওয়ার কথা বলে। আমার করা প্রত্যেকটা সিনই দর্শকের কাছে আইকনিক।’