বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রুকমা রায়। ছোট পর্দার “কিরণমালা”র হাত ধরেই অভিনয় জগতে পদার্পণ অভিনেত্রী র। আর তারপর থেকেই একে একে “দেশের মাটি” , “লালকুঠি”তে অসাধারণ অভিনয়ে র গুনে নিজের ক্যারিয়ার টা সুন্দর ভাবে তৈরি করে নিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এইসব ধারাবাহিকে অভিনয়ের সময় সহ-অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যেত, সময়ের সাথে সাথে যদিও সেই সব গুঞ্জন ভাটা পড়ে গেছে। দুজনেই এখন কর্মব্যাস্ত। আর এই ব্যাস্ততার মাঝেই সম্প্রতি সন্তান আগমনের সংবাদ দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে এই খুশির বার্তাটি দেন তিনি।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এই সুন্দরীকে দেখো। আমার সন্তান এসে গিয়েছে’। লেখার সঙ্গে একটি হৃদয়ের ইমোজিও যোগ করেছেন। আর এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ই শুভেচ্ছা য় ভরিয়ে দেন অনুরাগীরা। সবাই হয়তো ভাবছেন চুপিসারে মা হয়ে গেলেন অভিনেত্রী? তবে সন্তান আসার খবর টা হয়তো সত্যি কিন্তু সেই সন্তান হলো ব্র্যান্ড নিউ কার।
সেই সাদা গাড়ির সামনে দুধ সাদা পোশাক পরে পোজ দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। আর সেই নতুন গাড়ি কেই সন্তান বলে সম্বোধন করেছেন অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রী কে দেখা যাচ্ছে সান বাংলার “রুপসাগরে মনের মানুষ” ধারাবাহিকে পূর্ণা রূপে।