লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Aindrila Sharma: মনে হয় না সব্য আর কাউকে ভালোবাসতে পারবে! ঐন্দ্রিলার মৃ’ত্যু’বার্ষিকীতে কান্নায় ভেঙে পড়লেন মা শিখা শর্মা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Aindrila Sharma: মেয়ের শোকে আজও বিহ্বল শিখা শর্মা (Shikha Sharma)। জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) মা তিনি। মেয়ের প্রথম মৃত্যুবার্ষিকী কিন্তু মনে হয় যেন আজও সেদিনের কথা। চোখের সামনে ভিড় করে আসে সেসব স্মৃতি সে সমস্ত কষ্টের মুহূর্ত গুলি যে সময়টা ঐন্দ্রিলার (Aindrila Sharma) প্রাণ বেঁচে ছিল তোমাদের সকলের মাঝে আর আজ তিনি নেই কিন্তু মায়ের স্মৃতিতে আজও তিনি অমলিন।

প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত মা মিস করে তাঁর ছোট মেয়ে মিষ্টিকে (Aindrila Sharma)। আচমকাই মেয়ে চলে যাওয়াকে কেউই মেনে নিতে পারেন না যেমন মেনে নিতে পারেনি ঐন্দ্রিলার পরিবারবর্গ তেমনি মেনে নিতে পারেনি তার প্রেমিক সব্যসাচী। ঐন্দ্রিলার স্মৃতি রোমন্থনেই বেঁচে রয়েছেন তাঁরা। নিয়মিত কথা হয় ঐন্দ্রিলার মা শিখা শর্মার সাথে সব্যসাচীর। কলকাতায় থাকলে যোগাযোগ রাখেন তাঁরা। তাই এদিন মেয়ের মৃত্যুবার্ষিকীতে শিখা দেবী বলেন তার মনে হয় না সব্যসাচী এ জীবনে ঐন্দ্রিলার মত কাউকে ভালবাসতে পারবে বলে।

Aindrila Sharma
Aindrila Sharma

সবই আছে যেন শুধু নেই মিষ্টি, শিখা দিবি বলেন পয়লা নভেম্বর সকালে উঠে নিজের পোষ্যদের নিজের হাতে খাইয়েছিলেন ঐন্দ্রিলা। তারপর প্রচুর গল্প করেছিলেন। আজ সেসব অতীত। সব্যসাচী ও ঐন্দ্রিলার বিয়ে ঠিক হয়েছিল ২০২৩ এর ১২ই মার্চ। বড়সড়ো করে না হলেও ছোটখাটো অনুষ্ঠান করে রেজিস্ট্রি ম্যারেজের মাধ্যমে বিয়ে হতো তাঁদের। সবই যেন আজ অলীক কল্পনা।

এদিন শিখা দেবী মেয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করেছেন, অনেক দুস্থদের ভোজনেরও ব্যবস্থা করেছিলেন, শীতবস্ত্র দিয়েছেন। তাঁর এতটুকুই আশা মেয়ের আত্মা যেন শান্তি পায়। যে তীব্র কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে তাঁর আত্মার চিরশান্তি কামনা করি আমরা। তবে ঐন্দ্রিলা (Aindrila Sharma) একটি দৃষ্টান্ত হয়ে থাকবেন তাঁর লড়াকু মনোভাবের জন্য।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: ‘এত রোগা কেন?’ ‘দিদি নম্বর ১’র মঞ্চে রচনাকে ধমক খুদে প্রতিযোগীর, কি বললেন রচনা বন্দোপাধ্যায়

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment