জি বাংলায় (zee bangla) বেশ কিছু ধারাবাহিক শুরু হয়েছে। যেগুলির মধ্যে থেকে এখন চর্চার কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে ‘কার কাছে কই মনের কথা’ (Kar kache koi moner kotha)। সদ্য শুরু হওয়া এই ধারাবাহিক প্রথম থেকেই লাইম লাইট -এ রয়েছে। এক কথায় বলতে গেলে অভিনেত্রী মানালি দে (Manali Dey) -র সফল কামব্যাক এই সিরিয়াল। এই সিরিয়ালের দৌলতে সর্বত্র চর্চায় রয়েছেন মানালি। কিন্তু ততধিক চর্চায় রয়েছেন আরেকজন অভিনেত্রী। তিনি কে জানেন? তিনি হলেন ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের অন্যতম চরিত্র পুতুল (Putul)। এই পুতুল চরিত্রে অভিনয় করছেন বিখ্যাত অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য (Shreetama Bhattacharya)।
এই ধারাবাহিককে পুতুলের চরিত্র কে একটু বিশেষ রূপ দেওয়া হয়েছে। দেখানো হয়েছে পুতুল ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধী। বয়সের সাথে সাথে শারীরিক বিকাশ হলেও, মানসিক বিকাশ তার হয়নি। এই বিশেষভাবে সক্ষম পুতুল তথাকথিত সমাজের মানুষের কাছে ‘হাবলি’, ‘বোকা’ ইত্যাদি বিশেষনে বিশেষিত হলেও, শিমুলের কাছে সে বড় আপনার। এই সমাজের তথাকথিত সভ্য ও সুস্থ মানুষের দ্বৈত চেহারা ছিড়ে দিয়েছে পুতুল। কিন্তু এই পুতুল চরিত্রটি বাংলা ধারাবাহিকেরই অন্য আরেকটি চরিত্রের কথা মনে করিয়ে দেয়। ভীষণ বিখ্যাত ছিল সেই চরিত্র। তাই তো তাকে আজও ভুলতে পারেননি বাংলা ধারাবাহিকের দর্শকরা। সেই চরিত্রটি হল ‘জল নূপুর’ ধারাবাহিকের ‘পারি পাগলি’ (Pari Pagli)।
‘পারি পাগলী’ -র চরিত্রে অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Aadhya)। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত সেই ধারাবাহিকটির এক অন্যতম চরিত্র ছিল এটি। ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা তৈরি করছে। এটা কি আদতে কাকতালীয় ঘটনা!
২০১৩ সালে স্টার জলসায় সম্প্রচারিত হওয়া শুরু হয়েছিল ‘জল নুপুর’ ধারাবাহিকের। বেশ কয়েক বছর সফলভাবে সম্প্রচারিত হতো ধারাবাহিক। ওই ধারাবাহিকের নায়ক নায়িকার তুলনায় বেশি নজর কেড়েছিল পারি পাগলি চরিত্রটি। আর সেই চরিত্রের মতোই অভিনয় করছেন শ্রীতমা। এই কারণেই হয়তো অনেকে বলছেন, ‘পারি একজনই হয়, অপরাজিতার ধারে কাছেও নেই শ্রীতমা।’; ‘পুরো পারি পাগলীর কপি পেস্ট’।
পুতুল চরিত্রে অভিনয় করেছি তোমার ভট্টাচার্য একদিকে যেমন প্রশংসিত হচ্ছেন, অপরদিকে কটাক্ষের শিকারও হতে হচ্ছে। কিন্তু মুখে কুলুপ এঁটেছেন শ্রীতমা। তবে সন্তান সমতুল্য শ্রীতমাকে নিয়ে এমন কটাক্ষ কানে আশায়, মুখ খুলেছেন তার মনিমা। শ্রীতমা ভট্টাচার্যের মনিমা অপরাজিতা আঢ্য প্রথম কলকাতাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘… আমি যেটা করেছি ও সেটা তো করবে না। ও নিজের মতই করবে, মানুষের চোখে হয়তো মনে হচ্ছে ও কপি করেছে। ও খুব ভালো অভিনেত্রী। আর খুব বুদ্ধিমতি মেয়ে। যেটা করবে সেটা নিজস্ব ধারা বজায় রেখেই করবে। আশা করি সেটা ভালই হবে।’