Deepika Padukone: বলিউডের (Bollywood ) হট কাপল (Hot Couple) হিসেবে পরিচিত, রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাডুকোন (Deepika Padukone)।২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি।বিয়ের আগে অবশ্য চুটিয়ে প্রেম করেছেন তারা।একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।বহু ছবি করেছেন এক সাথে।
কেরিয়ার(Career), সম্পত্তি,সাফল্য(Success) সব কিছুই অর্জন করেছেন তারা। বলিউডে প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একজন তারা।সুন্দর অভিনয় দিয়ে মন জিতে নিয়েছেন দর্শকদের।দর্শক মহল এখন অপেক্ষায় আছে কবে দুই থেকে তিন হবে তারা। এর আগে বহুবার দীপিকার মা হবার গুঞ্জন ছড়ায়।কখনো এয়ারপোর্টে ঢিলেঢালা পোশাকে দেখে আবার কখনো ক্যামেরার আড়ালে থাকা নিয়ে ছড়িয়ে পরে গুঞ্জন।কিন্তু নায়িকাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন সঠিক সময়ে সঠিক খবর পাবেন। এই খবর চেপে রাখা যায় না।
সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে।এদিকে অনেকবার দুজনের সম্পর্ক ভাঙার খবর ছড়িয়ে পড়েছে। ডিভোর্সের গুঞ্জনও ছড়িয়ে পড়ে।কিন্তু সেইসব সত্যি নয়।আজও একসাথে রয়েছেন দুজনে।কিন্তু সদ্য জানা যায় এবার সত্যি মা হতে চান দীপিকা (Deepika Padukone)। অনেক দিন হলো সংসার জীবন অতিবাহিত করছেন।সুখী দম্পতি হিসেবেই পরিচিত তারা। রণবীর সিং (Ranveer Singh) ব্যাক্তিগত জীবনে মানুষ হিসেবে খুব ভালো।এবার তিনিও চান তাদের মধ্যে একজন আসুক।
দুজনেই খুব কাজের মানুষ।কাজ নিয়ে খুব ব্যস্ত তারা।অনেক গুলো প্রজেক্ট রয়েছে তাদের হাতে।তবুও এবার তারা পিতা মাতা হতে চান।কারণ বাস্তবে দুজনেই বাচ্চা খুব ভালোবাসেন।তাহলে কি সত্যি নতুন বছরে সুখবর দিতে চলেছেন দীপিকা?এখন অপেক্ষা কবে দিতে চলেছেন সেই খবর।সেই সময়ের জন্য তারাও অপেক্ষা করছেন।দেখা যাক কি হয়?তবে অপেক্ষায় ফল মিঠেই হবে।আপাতত এখন দুজনেই খুব ব্যস্ত নতুন কিছু কাজ নিয়ে।
আরও পড়ুন: এবার লক্ষীর ভান্ডার অতীত, বাংলার মহিলারা প্রতি মাসে পাবেন ৫০০০ টাকা, আবেদন করুন এইভাবে