Gold Price: শখেই হোক বা বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যেক মানুষের কাছেই সোনা একটি মূল্যবান ধাতু হিসাবে বিবেচিত হয়। নিজের সামর্থ্য অনুযায়ী সোনা কিনে থাকেন প্রায় প্রতিটি মানুষ। প্রতিদিনই দেশীয় বা আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে সোনার দাম ওঠানামা করতে থাকে। তাই ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই সোনার দামের উপরে নজর রাখেন। অক্ষয় তৃতীয়ার আগে সোনার দাম ছিল বেশ
ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে রুপোর দামও বেড়েছিল। তবে আজ লক্ষ্মীবারে সোনার দাম কত দেখে নেওয়া যাক –
Gold Price in India (9th May 2024)
আজ বৃহস্পতিবার সকাল সাতটা অনুযায়ী, ২৪ ক্যারেট পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম রয়েছে ৭২,০০০ টাকা। আজ ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম গতকালের তুলনায় ২০০ টাকা হ্রাস পেয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাতটা অনুযায়ী, ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৭২,৩৫০ টাকা। আজ ২৪ ক্যারেট খুচরো সোনার দামও ২০০ টাকা হ্রাস পেয়েছে।
আজ লক্ষ্মীবারে ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮,৭৫০ টাকা। আজ ২২ ক্যারেট হলমার্ক সোনার দামও ২০০ টাকা হ্রাস পেয়েছে।
আজ সোনার সঙ্গে রুপোর দামেও পরিবর্তন হয়েছে। আজ রাজধানীতে রুপোর দাম কত দেখে নেওয়া যাক:
আরও পড়ুন: Summer Vacation Update: কমতে চলেছে গরমের ছুটি! বৃষ্টির পূর্বাভাস মিলতেই বড় ঘোষণা
আজ রাজধানী কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম রয়েছে ৮১,৬০০ টাকা। আজ রাজধানীতে খুচরো রুপোর দাম ১৫০ টাকা হ্রাস পেয়েছে।
আজ ১ কেজি রুপোর বাটের দাম রয়েছে ৮১,৫০০ টাকা । গতকালের তুলনায় আজ রুপোর বাটের দামও ১৫০ টাকা হ্রাস পেয়েছে।