লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Gold Price Today: ধনতেরাসের আগে আজ অনেকটাই কমলো সোনার দাম? দেখুন আজকের বাজারদর

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মূলত সোনার দাম (Gold Price) বাজারদরে বাড়ে কমে বিদেশের ব্যাঙ্কিং সংকটের কারণে। ভারতে সোনার দাম বা রুপোর দাম বেশ অনেককিছুর উপর নির্ভর করে। দেশের অভ্যন্তরের বাজার গুলোতে এই সোনা রুপোর দাম নির্ধারণ করা হয়। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন দাম হয় সোনা রুপোর।

গতকাল বাজারে সোনার দামের (Gold Price) তুলনায় আজ সকালে সোনার দাম বেশ কম। ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম বাজারদরে স্থিতিশীল অবস্থায় রয়েছে। রুপোর দাম ও। তবে দেখে নিন সোনা রুপোর দাম কেমন। এখন সোনা রুপো কেনা ঠিক হবে কি না।

gold
gold price

আজ কলকাতায় সোনার দাম (Gold Price) (০৭.১১.২০২৩-মঙ্গলবার)-  প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,৪৬০ টাকা। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,৩৪০ টাকা। গতকাল কলকাতায় সোনার দাম (Gold Price) (০৬.১১.২০২৩-সোমবার)-  প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,৪৭০ টাকা। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,৩৫০ টাকা।

আরও পড়ুন: Icche Putul: নীল না জিষ্ণু কাকে বেছে নেবে মেঘ? টিভির আগে ফাঁস ‘ইচ্ছে পুতুল’র নতুন পর্ব

WhatsApp Group Join Now
About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment