Gold Rate in India: সোনা সকলের কাছেই মূল্যবান একটি ধাতু হিসাবে বিবেচিত হয়। আজও যে কোনো উৎসব অনুষ্ঠানে উপহার হিসাবে বা বিনিয়োগের ক্ষেত্রে এই ধাতুর চল সর্বত্র। তবে বিয়ের মরশুমে কিছুদিন সোনার দাম ঊর্ধ্বমুখী থাকলেও বিগত কয়েকদিন অনেকটাই কমেছিল সোনার দাম। দেশীয় বা আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে সোনার দাম ওঠানামা করতে থাকে। সেই কারণে সোনার দামের উপর নজর রাখেন ব্যবসায়ী থেকে শুরু করে সকলেই। আজ সপ্তাহের প্রথম দিনে সোনার দাম কত দেখে নেওয়া যাক –
Gold Rate in India (5th May 2024)
আজ রবিবার সপ্তাহের প্রথম দিনে সকাল সাতটা অনুযায়ী, ২৪ ক্যারেট পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম রয়েছে ৭১,৮০০ টাকা। আজ ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম অপরিবর্তিত রয়েছে।
আজ রবিবার সকাল সাতটা অনুযায়ী, ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৭২,১৫০ টাকা। আজ ২৪ ক্যারেট খুচরো সোনার দামও (Gold Rate) অপরিবর্তিত রয়েছে।
আজ সপ্তাহের প্রথম দিনে, ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮,৬০০ টাকা। আজ ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম (Gold Rate) অপরিবর্তিত রয়েছে।
আজ সোনার সঙ্গে রুপোর দামও অনেকটাই নিম্নমুখী। আজ রাজধানীতে রুপোর দাম কত দেখে নেওয়া যাক:
আজ রাজধানী কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম রয়েছে ৮০,৬০০ টাকা। আজ ১ কেজি রুপোর বাটের দাম রয়েছে ৮০,৫০০ টাকা। গতকালের তুলনায় আজ রুপোর দাম অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন: Anurager Chhowa: নায়ক ছাড়াই চলছে গল্প! পর্দায় আর দেখা যাবে না সূর্যকে! বেজায় চটে দর্শক