লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Hero Atria: মাত্র ৭৭ হাজার টাকায় হিরোর এই গাড়িতে পাবেন মাইলেজসহ দুর্দান্ত ফিচারস

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Hero Atria: বর্তমানে সারা দুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে দু চাকা (Two Wheeler)।এখন প্রায় সব ঘরে ঘরে দু চাকা রয়েছে।বাইকের পাশাপাশি স্কুটির (Scooty) চাহিদা এখন বর্তমানে অনেকটাই বেশি।ছেলেদের থেকেও বর্তমানে স্কুটি চালানোর দিক দিয়ে মেয়েদের সংখ্যা অনেকটাই বেশি। তাই বিভিন্ন সংস্থা এখন বাজারে স্কুটি নিয়ে এসেছে।তবে তেলের দাম অনেকটাই বেশি।তাই সেই কথা মাথায় রেখে বর্তমানে বাজারে এসেছে ইলেকট্রিক স্কুটি(Electric Scooty)। হিরো কোম্পানী (Hero) বাজারে অত্যাধুনিক এই স্কুটি নিয়ে এসেছে।

কোম্পানীটি (Company) সম্প্রতি বাজারে নিয়ে এসেছে নতুন ইলেকট্রিক স্কুটি। হিরো কোম্পানী বাজারে এই মুহুর্তে হিরো অ্যাট্রিয়া (Hero Atria) ইলেকট্রিক স্কুটি বাজারে লঞ্চ করেছে।উন্নত মানের ফিচারস সম্পন্ন এই স্কুটি সবথেকে উন্নত সেরা মানের পরিষেবা দেবে। এই ইলেকট্রিক স্কুটারের যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেগুলো হলো –

Hero Atria
Hero Atria

১.ডিজিটাল স্পিডোমিটার ওডোমিটার(Digital Speedometer Odometer)
২.এল ই ডি ডিসপ্লে(LED Display)
৩. ওয়ান টাচ সেল্ফ স্টার্ট(One Touch self start)
৪. হ্যালোজেন ল্যাম্প(Hallogen Lamp)
৫. ফগ লাইট এল ই ডি নাইট ল্যাম্প(Fog light LED Night Lamp)
৬. অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম( Anti lock breaking system)
৭. বুট স্পেস(Boot Space)
৮. সাইট ইন্ডিকেটর(Site Indicator)
৯. টিউবলেস টায়ার মেটাল হুইল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল।
১০.ব্যাক লাইট ইত্যাদি উন্নত মানের ফিচারস আছে এই স্কুটারে।

Hero Atria
Hero Atria

এই স্কুটিতে (Hero Atria) রয়েছে ২৫০ ওয়াটের শক্তিশালী মোটর।এতে ৫১.২ ভোল্ট এবং ৩০ এম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে।একবার চার্জ দিলেই ৮৫ কিলোমিটার চলার ক্ষমতা রাখে এই স্কুটি।প্রতি ঘন্টায় এই স্কুটি সর্বোচ্চ ২৫ কিলোমিটার যেতে পারে।দামও খুব বেশি নয় কিন্তু। এই উন্নত মানের স্কুটি বাজারে পাওয়া যাচ্ছে ৭৭ হাজার ৬৯০ টাকায়।বাজারে অন্যান্য অনেক স্কুটারের থেকে এই ইলেকট্রিক স্কুটারের (Hero Atria) চাহিদা এখন অনেক বেশি।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Mithun Chakraborty: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী! কেমন আছেন অভিনেতা!

সব খবর সবার আগে জানতে অবশ্যই ফলো করুন আমাদের Google News। এছাড়াও যুক্ত হতে পারবেন সরাসরি আমাদের WhatsApp Channel এও।

 

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment