ইচ্ছা পুতুল ধারাবাহিক এখন এমন একটি পর্যায়ে দাঁড়িয়ে আছে যে একদিন যদি সিরিয়ালটি আপনি না দেখেন তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। প্রায় প্রত্যেকদিন টান টান উত্তেজনা রয়েছে এই ধারাবাহিকে। আরো একবার ময়ূরী নীল এবং তার পরিবারের মন জয় করে ফেলেছে এবং এবার নীল একেবারে ময়ূরীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।
মেয়েকে ফোন করে নিজের বিয়ের সিদ্ধান্ত জানিয়েছে নীল যদিও তাতে কষ্ট পেলেও তা মেঘ মুখে প্রকাশ করেনি। মেঘের শুধু একটাই কষ্ট, নীল এবং তার পরিবারের সকলের ময়ূরীকে বিশ্বাস করলে কিন্তু তাকে বিশ্বাস করল না। তবে মেঘের চরিত্র এমন একটি চরিত্র যে খুব শান্ত এবং ভালো মনের মানুষ তাই ময়ূরীর সঙ্গে প্রতিযোগিতায় না গিয়ে সে সিদ্ধান্ত নিয়েছে নীলের জীবন থেকে সরিয়ে দাঁড়াবেই।
এবার দর্শকদের মনে প্রশ্ন উঠেছে তাহলে কি পাকাপাকিভাবে এবার ময়ূরীকে বিয়ে করতে চলেছে নীল? এখানে এল আরও একটি টুইস্ট। দীর্ঘদিনের প্রতীক্ষার পর যখন নীলকে নিজের মতো করে পেতে চাইছে ময়ূরী ঠিক তখনই স্বপ্নভঙ্গ হয়ে গেল তার। আগামী পর্বে, দেখা যাবে ময়ূরীকে পুলিশের কাছে নিয়ে গিয়েছে মীনাক্ষী। যদিও মীনাক্ষীর এই হাবভাব একেবারেই স্পষ্ট ছিল না ময়ূরীর কাছে তাই সে বারবার জিজ্ঞাসা করছিল, ঠিক কি করতে চাইছেন তাঁর হবু শাশুড়ি মা? ঠিক তখনই নীলের মা বলে ওঠেন, তোমার মত মিথ্যাবাদীদের এটাই সবথেকে ভালো থাকার জায়গা।
যদিও এখনও এই ভিডিওটি চ্যানেলের কর্তৃপক্ষের তরফ থেকে প্রকাশ করা হয়নি। ভিডিওটি ইচ্ছে পুতুল ধারাবাহিকের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। তবে এবার দর্শকরা সত্যি চাইছে ময়ূরীকে শিক্ষা দিতেই তাই আগামী দিনে ময়ূরীর এই পরিণতি দেখে যেয়ে দর্শকরা ভীষণ খুশি হবে তা বলাই বাহুল্য।