লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Kanyashree Prakalpa: কন্যাশ্রী প্রকল্প নিয়োগ, প্রত্যেক মাসে পেয়ে যান ১১,০০০ টাকা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kanyashree Prakalpa: রাজ্য সরকার দ্বারা পরিচালিত একটি প্রকল্প হলো কন্যাশ্রী প্রকল্প। এর দ্বারা উচ্চশিক্ষার জন্য ছাত্রীদের এককালীন টাকা প্রদান করা হয়। রাজ্য সরকারের প্রকল্পগুলির মধ্যে সবথেকে জনপ্রিয়তা এই প্রকল্পটি। এই কন্যাশ্রী প্রকল্পেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আজকের প্রতিবেদনে জেনে নিন কোন পদে নিয়োগ করা হবে বা আবেদন পদ্ধতিই বা কী!

পদের নাম (Post Name):

ডেটা ম্যানেজার পদ।

শূন্যপদের সংখ্যা (No. of vacancies):

WhatsApp Group Join Now

ডেটা ম্যানেজার পদের জন্য একটি মাত্র খালি পদ রয়েছে।

পোস্টিংয়ের স্থান (Place of posting):

উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসন থেকে কন্যাশ্রী প্রকল্পের জন্য নিয়োগ করা হবে। পোস্টিং হবে ব্যারাকপুর ১ নম্বর ব্লক এলাকায়।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):

প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে

কম্পিউটারের দক্ষ হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন-এর সার্টিফিকেট থাকলে সেই প্রার্থী অগ্রাধিকার যোগ্য হবে।
কম্পিউটারের টাইপিং স্পিড হতে হবে মিনিট প্রতি ৩০ WPM।
এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আগে গ্রহণ করা হবে।

বয়সসীমা (Age Limit):

২০২৪ এর ১ জানুয়ারি অনুযায়ী, ১৮ বছর থেকে ৩৭ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে।

বেতন (Salary):

এক্ষেত্রে মাসিক ১১ হাজার টাকা বেতন ধার্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি (Application Procedure):

১. প্রথমে উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট www.north24parganas.gov.in- যেতে হবে।

২. এরপরে ওয়েবসাইটে ঢুকে প্রথমে আপনার ফোন নম্বর অথবা ইমেইল এবং পাসওয়ার্ড তৈরি করে লগ ইন করতে হবে।

৩. লগ ইন সম্পন্ন হলেই অনলাইনে আপনাকে আবেদনের লিংকটি পাঠানো হবে।

৪. সেই লিংকে আবেদনপত্রটিতে আপনার সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।

৫. এরপর আবেদন পত্রে যা যা তথ্য চাইছে, সেগুলো স্ক্যান করে, আপনার এক কপি ছবিও স্ক্যান করে অনলাইনেই আপলোড করতে হবে।

৬. সমস্ত পদ্ধতি সম্পন্ন হওয়ার পর এই আবেদনটি জমা করতে হবে।

সময়সীমা (Time Limit):

৭ মার্চ থেকে উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসক বিজ্ঞপ্তি জারি করার পর থেকে আবেদন শুরু হয়েছে। ১৬ এপ্রিল ২০২৪ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ।

About Author
Neha Basu

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment