লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Neem Phuler Modhu: ‘নিম ফুলের মধু’ ‘জেঠি’র বোল্ড লুক দেখে বিষম খেলেন জেঠু

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গৃহস্থের বাড়িতে সন্ধ্যের পর থেকে চলতে থাকে একের পর এক ধারাবাহিকের পালা। সম্প্রতি ‘জি বাংলা’ (Zee Bangla) -য় শুরু হয়েছে ‘নিম ফুলের মধু’ (Neem phuler modhu) নামক ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রধান চরিত্রে রয়েছেন রুবেল দাস (Rubel Das) ও পল্লবী শর্মা (Pallabi Sharma)। তাঁদের চরিত্রের নাম যথাক্রমে সৃজন (Srijan) ও পর্ণা (Parna)। এই জুটি অল্প সময়ে দর্শকদের বেশ ভালো লেগেছে।

বাংলা ধারাবাহিকে বিভিন্ন ধরনের চরিত্র দেখতে পাওয়া যায়। চরিত্রের প্রয়োজনে অভিনেত্রীদের নানা ধরনের লুক গ্রহণ করতে হয় ঠিকই কিন্তু বাস্তব জীবনে সেই চরিত্রের পোশাকের সাথে অভিনেত্রীদের পোশাকের খুব একটা মিল পাওয়া যায় না। বিশেষ করে বাংলা সিরিয়ালের ‘শাশুড়ি’ রা ব্যক্তিগত জীবনে ভীষণ মডার্ন। ভারী শাড়ি আর গয়নায় তাদের খুব একটা দেখা যায় না। তারা খোলামেলা পোশাক পরতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। তেমনই বাংলা ধারাবাহিকের একজন শাশুড়ি হলেন ললিতা দত্ত। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তনুশ্রী গোস্বামী।

‘নিম ফুলের মধু’ ধারাবাহীকে পর্নার জেঠি শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী গোস্বামী। তার চরিত্রের নাম ললিতা দত্ত। অবশ্য তাকে সবাই চেনেন চনুর মা বা ছোয়ার মা হিসেবে। সাদাসিধে, আটপৌরে গৃহবধূ চরিত্রে অভিনয় করলেও তনুশ্রী গোস্বামী কে সোশ্যাল মিডিয়ায় ওয়েস্টার্ন পোশাকেই দেখা যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ‘দত্ত বাড়ির বড় বউ’ হওয়ায় তাই তাকে সহজ, সরল ও সহনশীল রূপে দেখা যায়। একেবারে গৃহস্থ বাড়ির ছাপোসা গৃহবধুর মত। পর্দায় থাকে বয়ঃজ্যেষ্ঠা মনে হলেও, বাস্তবে তার বয়স খুব একটা বেশি নয়। খুবই আধুনিক একজন মহিলা তিনি। সৌন্দর্যের দিক থেকে পল্লবী শর্মাকেও হার মানাবেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by TG (@tanusreegoswami)

WhatsApp Group Join Now

সোশ্যাল মিডিয়াতে রিল ভিডিও আপলোড করেন তিনি‌। সম্প্রতি একটি হিন্দি গানের তালে নেচে ভাইরাল হয়েছেন তিনি। এই ভিডিওতে কালো অফ সোল্ডার টপ পরে দেখা গেছে তাকে। তার এমন লুক দেখে ভিড়মি খেয়েছেন দর্শকরা। জানা যাচ্ছে সিরিয়ালের শুটিং করতে গিয়ে পায়ে চোট পেয়েছেন সৃজন চরিত্রের অভিনেতা রুবেল দাস।

তাই চিকিৎসকদের পরামর্শ মেনে আগামী দেড় মাস ছুটিতেই থাকতে হবে তাঁকে। নায়ক বিহীন সিরিয়াল! এই কথা ভেবেই মন খারাপ হয়ে গিয়েছে দর্শকম মহলের। তবে আপনাদের জানিয়ে রাখি, ধারাবাহিকটি শুরুর পর থেকেই বিভিন্ন কারণে ট্রোল হয়ে আসছে। প্রায়শই এই ধারাবাহিকটিকে তুমুল ট্রোলিং এর শিকার হতে হয়। তবে টিআরপি আনতে মাঝেমধ্যে এই ধরনের আজগুবি ঘটনা ইচ্ছা করেই সিরিয়ালে দেখানো হয়ে থাকে।

সিরিয়াল (Neem phuler modhu) ট্রোল হওয়ার সাথে সাথে টিআরপি বেড়ে যায়। এটাই হয়তো চাইছেন সিরিয়ালের নির্মাতারা। এই কারণেই হয়তো সম্প্রতি আবার এমনই ঘটনা ঘটিয়েছেন পর্না। পর্না (Parna) এই ধারাবাহিকের প্রধান চরিত্র। তাঁকে এখন ‘দত্ত বাড়ির জিনিয়াস বৌমা’ বলা হয়ে থাকে। আসলে সব ব্যাপারে আগ বাড়িয়ে নিজের মতামত গছিয়ে দেওয়ার স্বভাবের কারণেই এমন নাম পেয়েছেন দর্শক মহলে। তনুশ্রী গোস্বামীর এমন ভিডিও জন্য পুনরায় ভাইরাল হচ্ছে নিম ফুলের মধু।

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment