সম্প্রতি শুরু হওয়া জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি অন্যতম হলো কার কাছে কই মনের কথা। প্রতিনিয়ত নারীরা শ্বশুরবাড়ি গিয়ে স্বামী ও শাশুড়ির কাছে কিভাবে অত্যাচারিত ও লাঞ্ছিত হয় সেই সবই তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকের মাধ্যমে। নিত্যনতুন মোর ঘোরানো পর্ব নিয়ে হাজির হচ্ছে নির্মাতারা আর সেই জন্যই টিআরপি তালিকার প্রথম ১০ টির মধ্যে একটি জায়গা করে নিয়েছে এই সিরিয়াল।
এই ধারাবাহিকের নায়িকা শিমুলের অসাধারণ অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছে। কারণ সে শুধু মুখ বুজে সমস্ত অত্যাচার সহ্য করে তাই নয়। উল্টে প্রতিবাদ ও করে। ধারাবাহিক টি শুরু থেকেই নায়িকা শিমুলের স্বামী পরাগ তার মায়ের কথা অক্ষরে অক্ষরে মেনে চলে। তার জন্য তার বউকেও অপমান করতে ছাড়ে না সে। সেজন্য শিমুল তাকে অযোগ্য এক স্বামীর তকমা তার গায়ে লেপে দিয়েছে।
সম্প্রতি দেখানো হয়েছে পাড়ার বউরা মিলে সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার জন্য শিমুলকে যেতে বলায় পড়াগ এবং পলাশ আপত্তি জানিয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে গিয়ে শিমুলের শাশুড়ি তাকে বেড়াতে যাওয়ার অনুমতি দিয়েছেন। প্রথমবার খোলা মুক্ত বাতাসের নিচে আনন্দে মেতে ওঠাতে তারা ব্যস্ত। এই ধারাবাইকের আগামী পর্ব সম্প্রতি সবার প্রকাশ্যে চলে এসেছে এবং সেখানে দেখা গেছে মোর ঘোরানো একটি পর্ব পড়াদের তার বউয়ের প্রতি ভালোবাসা বাড়ছে।

স্ত্রীর প্রত্যেকটি কাজে সাপোর্ট করতেও দেখা গেছে তাকে। আর এই অধঃপতন দেখে তেলে বেগুনের জ্বলে ওঠেন শিমুলের শাশুড়ি। ছেলেকে কড়া ভাষায় কথা শোনাতে ছাড়ে না তার মা। এমনকি বাড়ি ছেড়ে চলে যাওয়ারও হুমকি দিয়েছেন তিনি।আর দর্শকরা এটাই চাইছিল যে পরাগের জীবনে পরিবর্তন আসুক।
যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে এমন পর্ব আনা হয়নি প্রকাশ্যে। বরং এই ধারাবাহিকের নিত্য দর্শকরা চাইছেন নায়কের চরিত্রে আসুক পরিবর্তন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফ্যান পেজগুলির তরফ থেকে এই ভিডিও আনা হয়েছে প্রকাশ্যে। আর সেটা সম্ভব হবে কিনা দেখার জন্য চোখ রাখতে হবে টিভির পর্দায় সন্ধ্যে সাড়ে ছটায় কার কাছে কই মনের কথা।