হুবহু মিঠাই-র কপি! ‘ফুলকি’র নতুন প্রোমো দেখে কটাক্ষ নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও

0
24
phulki
phulki

জি বাংলার একটি নতুন ধারাবাহিক ফুলকি এখন মোটামুটি ভালই রেজাল্ট করছে। ফুলকি চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী দিবানি মন্ডল। রোহিতের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অভিষেক বসু যিনি অনেকদিন ধরেই বাংলা ধারাবাহিকের একজন পরিচিত মুখ। তবে এই ধারাবাহিকে ফুল্কি চরিত্রটি ভীষণ ভালোবেসেছেন দর্শকরা কারণ ফুলকি চরিত্রে যে মেয়েটি অভিনয় করছেন সে ভীষণ ছোট এবং মিষ্টি একটি মেয়ে।

সম্প্রতি চ্যানেলে তরফ থেকে ফুলকি সিরিয়ালের একটি নতুন প্রমো শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে রোহিতকে প্রানে মারার জন্য সুপার স্টোরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। রুদ্রর আগুন লাগানো স্টোর এর মধ্যে ফেঁসে যায় রোহিত। অন্যদিকে স্বামীকে বাঁচাতে গিয়ে আগুনের কবলে পড়ে যায় ফুল্কি। স্বামীকে বাঁচাতে ঘুসি মেরে কাচ ভেঙে সুপার স্টোরের মধ্যে ঢুকে ফুলকি এবং দুজনেই বেরোনোর চেষ্টা করে তারা। রোহিত বেরোতে পারলেও আটকে যায় ফুল্কি এবং আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে যায় সে।

স্ত্রীকে এমন অবস্থায় দেখে চিৎকার করে ওঠে রোহিত কিন্তু রোহিতের অবস্থা তেমন নয় যে সে দৌড়ে গিয়ে ফুলকিকে বাঁচাতে পারবে। তাহলে কি ফুল কি চিরকালের জন্য রোহিতের জীবন থেকে হারিয়ে যাবে? রুদ্রর প্ল্যান তাহলে কি সফল হবে তা জানার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাকে।

তবে এই প্রমো থেকে বেজায় চটে গেছেন দর্শকরা কারণ অনেকেই মনে করছে মিঠাই এর গল্প পুরোপুরি কপি করছে ফুলকি নির্মাতারা। তবে ফুলকির অনুরাগীরা মনে করছেন একই ধরনের গল্প হলেও ট্র্যাক চুরির ব্যাপারটা একেবারে ঠিক নয়।