লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Rachna Banerjee: রাজনীতিতে আসাই ভুল! রচনার ভুলে ক্ষতি হলো দিদি নম্বর ১-এর

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Rachna Banerjee: সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে হুগলিতে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। ৯০ দশকে শীর্ষস্থানে থাকা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনয় জগত থেকে বেশ কয়েক বছর দূরে থাকলেও বিনোদন জগত থেকে কিন্তু তিনি কখনোই দূরে থাকেন নি। বেশ কয়েকবছর ধরে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ১-এর সিজনের পর সিজন সঞ্চালনা করে চলেছেন রচনা ব্যানার্জি।

Rachna Banerjee
Rachna Banerjee

Non-Fiction TRP List:

যদিও রাজনীতিতে যোগ দেওয়ার দরুন বিভিন্ন ট্রোলের শিকার হতে হচ্ছে তাঁকে। প্রচারে গিয়ে তাঁর দেওয়া বিভিন্ন মন্তব্যেরই মিম হয়েছে। আসন্ন লোকসভা ভোটের কারণে ভীষণই ব্যস্ত এখন রচনা ব্যানার্জি। সেই কারণেই কী দিদি নাম্বার ১-এর টিআরপিতে ভাটা পড়লো? ফিকশন হোক বা নন ফিকশন, যেকোনো শোয়ের ভাগ্য নির্ধারণ করে টিআরপি তালিকা। সঠিক টিআরপি না পাওয়ায় অনেক ভালো ধারাবাহিকই
মাঝপথে বন্ধ হয়েছে। জানা গেছে দিদি নাম্বার ওয়ান টিআরপি এইবারে যথেষ্টই কম।

আরও পড়ুন: Pallavi Sharma: ‘ইংরেজিতে কথা বললেই স্মার্ট আর বাংলায় কথা বললেই অশিক্ষিত এটা ভুল’… বর্তমান প্রজন্মের ভ্রান্ত ধারণা নিয়ে অকপট পর্দার পর্ণা

জি বাংলার (Zee Bangla) দুটি নন ফিকশন হিট রিয়েলিটি শো হল দিদি নাম্বার ওয়ান (Didi No 1) এবং দাদাগিরি (Dadagiri Unlimited)। দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি (Rachna Banerjee) সঞ্চালনা করে থাকেন এবং দাদাগিরি সঞ্চালনা করেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। একদিকে লোকসভা ভোট এবং আরেক দিকে আইপিএল খেলা চলায় নন ফিকশন এই শো গুলির ওপর যথেষ্টই প্রভাব পড়েছে। লোকসভা ভোট নিয়ে যেমন ব্যস্ত রচনা ব্যানার্জি তেমনি আইপিএল নিয়ে ব্যস্ত সৌরভ গাঙ্গুলী। দুটি অত্যন্ত চেনা মুখ থাকায় দিদি নাম্বার ওয়ান এবং দাদাগিরি আনলিমিটেড সিজন টেন এর মধ্যে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। কিন্তু দুজনেই এবারে অত্যন্ত ব্যস্ত থাকায় সেরার তকমা পেতে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে এই দুটি রিয়েলিটি শো। টিআরপি তালিকায় পাঁচের গণ্ডি ছুতে হিমশিম খাচ্ছে দিদি নাম্বার ওয়ান।

গত সপ্তাহের TRP তালিকা:

  • ঘরে ঘরে জি বাংলা- ১.০
  • দিদি নম্বর ১ (সোম থেকে শনি)- ১.৯
  • দিদি নম্বর ১ (সানডে ধামাকা) ৫.৪
  • স্টার জলসা ফিকশন (রবিবার, রাত ৮.৩০টা)- ৫.২

আরও পড়ুন: Sourav Ganguly: তিন থেকে চার! সংসারে নতুন অতিথির আগমন! কী জানালেন দাদা!

About Author
Neha Basu

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।