লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

‘মেয়েবেলা’-র পর বন্ধ হতে চলেছে আরও এক জনপ্রিয় মেগা সিরিয়াল, রইল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মধ্যবিত্ত গৃহস্থ বাড়ির এন্টারটেইনমেন্ট বলতেই সিরিয়াল। সন্ধ্যে থেকেই একের পর এক সিরিয়ালের পালা চলে টিভিতে। এই কারণেই চা বিস্কুট হাতে বাড়ির মহিলা সমিতি বসে যায় টিভির সামনে। তবে এবার জানা যাচ্ছে একটি দুঃখের খবর। স্টার জলসায় বেশ কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে। তার মধ্যে থেকেই একটি শেষ হতে চলেছে।

করোনার পর থেকে স্টার জলসা (Star Jalsha) যেমন নতুন ধারাবাহিক টেলিকাস্ট করছে। তেমনি কম টিআরপি (Low TRP) আসলে অল্প দিনের মধ্যে সেটি বন্ধও করে দিচ্ছে। বর্তমানে বাংলা ধারাবাহিক গুলির স্থায়িত্ব নির্ভর করছে টিআরপির (TRP) ওপর। যতদিন কোন ধারাবাহিক টিআরপি তালিকার প্রথম দিকে নিজের জায়গা ধরে রাখতে পারছে, ততদিনই সেই ধারাবাহিকটির স্থায়িত্বকাল। যত টিআরপি তালিকার শেষের দিকে নামতে থাকে ধারাবাহিক, ততই ঘনিয়ে আসে শেষের সময়। এমনভাবেই বেশ কয়েকটি ধারাবাহিক বন্ধ করে দিয়েছে স্টার জলসা।

সাম্প্রতিক সময়ে এমন ঘটনা খুব বেশি দেখা যাচ্ছে। এখন তো নতুন ধারাবাহিকগুলির স্থায়িত্বকাল খুব বেশি হলে দুই মাস থেকে তিন মাস। তেমনই একটি ধারাবাহিক হলো তৃনা সাহা (Trina Saha) অভিনীত ‘বালিঝড়’ (Balijhor)। এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় কামাল দেখাতে না পারলেও, দর্শকদের কাছে বেশ পছন্দের ছিল। শুরু হওয়ার মাত্র দুই মাসের মাথায় গল্পটি শেষ করে দেওয়া হয়।

শোনা যাচ্ছে আরও একটি ধারাবাহিক এইভাবেই শেষ হতে চলেছে। ধারাবাহিকটির নাম ‘তুঁতে’ (Tunte)। এই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। প্রথমদিকে দর্শকদের এই ধারাবাহিকটি বেশ ভালো লাগলেও, এখন সেটি এক ঘেয়ামিতে পরিণত হয়েছে।

WhatsApp Group Join Now

এই কারণেই টিআরপি (TRP) তালিকায় শেষের দিকে জায়গা হচ্ছে এই ধারাবাহিকের। আসলে এই ধারাবাহীকে এখন কোন নতুনত্ব দেখা যাচ্ছে না। বস্তা পচা সেই একই গল্প, একই প্লট আর একই কনসেপ্ট। এখন এই একঘেয়ে বিষয়গুলি দর্শকদের কাছে বেশ বিরক্তির হয়ে দাঁড়িয়েছে। আর যার প্রভাব পড়েছে টি আর পি তালিকায় (TRP list)। তাই হয়তো খুব শীঘ্রই এই ধারাবাহিকটি বন্ধ হতে চলেছে।

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment