লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

TRP List: লক্ষ্মী এল পর্ণার ঘরে, মেয়ে আসতেই ফুলকি-জ্যাসকে টেক্কা দিয়ে বেঙ্গল টপার নিম ফুলের মধু, কত নম্বরে আপনার প্রিয় ধারাবাহিক?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বৃহস্পতিবার মানে টিআরপি (TRP) ডে। বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) ভাগ্য নির্ধারণের দিন। প্রতি সপ্তাহের টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) জন্য বাংলা বিনোদন চ্যানেলের দর্শক থেকে নির্মাতারা অপেক্ষা করে থাকেন। কারণ প্রাপ্ত নম্বর কম হলেই বিদায় ঘণ্টা বাজবে ধারাবাহিকের। অপরদিকে, বেঙ্গল টপারের খেতাব জয় করতে পারলেই বছরের পর বছর চলবে মেগা। সেরার সেরা হওয়ার জন্য সিংহাসন দখলের লড়াই অব্যাহত। তবে চলতি সপ্তাহের সেরা কে? জগদ্ধাত্রী, ফুলকি নাকি পর্ণা?

TRP List
TRP List

জি ও জলসার সব ধারাবাহিকে চলছে জমজমাট পর্ব। টান টান উত্তেজনার থাকছে ভরপুর উত্তেজনা। জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) -এ এই মুহূর্তে চলছে পর্ণার মা হওয়ার পর্ব। সন্তানসম্ভবা গল্পের নায়িকা। তবুও সাংবাদিক হিসেবে সব কর্মযজ্ঞ একা হাতে সামলে চলেছেন। সদ্য প্রকাশ্যে এসেছে সৃজন-পর্ণার গল্পের প্রোমো। দেখা যাচ্ছে, সন্তান আসতেই দারুণ খুশি সৃজন। কিন্তু নাতি না হওয়ায় অখুশি সৃজনের মা কৃষ্ণা। এই সপ্তাহে ৭.৮ পয়েন্ট পেয়ে বেঙ্গল টপার হয়েছে ‘নিম ফুলের মধু’।

দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। চলতি সপ্তাহে রোহিত-ফুলকি ঝুলিতে এসেছে ৭.৬ পয়েন্ট। তিন নম্বর স্থানে স্থানে রয়েছে একসময়ের বেঙ্গল টপার জ্যাস স্যানালের গল্প। প্রাপ্ত নম্বর ৭.৩। চতুর্থ স্থানে রয়েছে ‘গীতা LLB’ (৬.৯) ও পঞ্চম স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। শ্যামলী ও অনিকেতের গল্প পেয়েছে ৬.৫।

ইদানীং আইপেলের মরশুমে বাংলা ধারাবাহিকগুলি টার্গেট রেটিং পয়েন্ট খানিকটা কমেছে। রাত আটটার আগের স্লটের ধারাবাহিকগুলির রেটিং হেরফের না হলেও, আটটার পরের ধারাবাহিকগুলির নাজেহাল দশা। চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক সেরা দশের তালিকায়।

WhatsApp Group Join Now

এপ্রিলের প্রথম সপ্তাহের সেরা দশ(TRP List)-

  • প্রথম – নিম ফুলের মধু (৭.৮)
  • দ্বিতীয় – ফুলকি (৭.৬)
  • তৃতীয় – জগদ্ধাত্রী (৭.৩)
  • চতুর্থ – গীতা LLB (৬.৯)
  • পঞ্চম – কোন গোপনে মন ভেসেছে (৬.৫)
  • ষষ্ঠ – কথা (৬.৩)
  • সপ্তম – কার কাছে কই মনের কথা/ অনুরাগের ছোঁয়া (৫.৫)
  • অষ্টম – বঁধুয়া (৫.১)
  • নবম – আলোর কোলে/জল থই থই ভালোবাসা (৫.০)
  • দশম – মিঠিঝোড়া (৪.৭)

আরও পড়ুন: Ram Krishnaa: দোলের উৎসবের মাঝেই নতুন বিপদের ইঙ্গিত, ‘রাম কৃষ্ণা’ ধারাবাহিকের গল্পে ‘রঙিন’ মোড়ে থাকছে টান টান উত্তেজনা

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment