লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

WB Summer Holiday 2024: গরমের ছুটির ঘোষণা করলো রাজ্য সরকার, আরও বাড়ল ছুটি? দেখে নাও নতুন নোটিশ

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Summer Holiday 2024: এপ্রিলের শুরু থেকেই গরমের জেরে নাজেহাল অবস্থা রাজ্যে। বাড়ি থেকে বেরোনো দুষ্কর হয়ে উঠেছে। তবে গরমে কিছু হলেও রেহাই পাবে পড়ুয়ারা। আগামী ৬মে থেকে ২রা জুন অবধি রাজ্যে গরমের ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। তারপর ৪ জুন ভোটের ফলপ্রকাশ সেইদিনও স্কুলগুলোর পঠনপাঠন বন্ধ হয়তো বন্ধই থাকবে।

Know About WB Summer Holiday 2024: 

তবে চলতি মাস থেকেই রাজ্যে লোকসভা ভোট। ৭ দফায় ভোট হবে। সেই কারণে ভোট চলাকালীন যেই দিন যেই জেলায় ভোট সেই সেইদিনগুলি রাজ্যের স্কুল-কলেজগুলি বন্ধ থাকবে। ভোটের জন্য বলতে গেলে এপ্রিল, মে, জুন এই তিনমাস ছুটি ছুটি করেই করবে পড়ুয়াদের।

WB Summer Holiday 2024
WB Summer Holiday 2024

ভোটের দিন ও রাজ্যের তালিকা:

  • 19 এপ্রিল শুক্রবার প্রথম দফায় ভোট। সেইদিন রাজ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এবং কোচবিহারে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে।
  • তারপর ২৬ তারিখ দ্বিতীয় দফায় রয়েছে রায়গঞ্জ দার্জিলিং এবং কালিংপং এর ভোট গ্রহণ প্রক্রিয়া।
  • তৃতীয় দফার ভোট হবে মালদহ মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে। মে মাসের ৭ তারিখ মঙ্গলবার এই ভোট গ্রহণ সম্পন্ন হবে।
  • ১৩ই মে সোমবার চতুর্থ দফায় বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, রানাঘাট আসানসোল ও বহরমপুরে রয়েছে লোকসভা নির্বাচন।
  • পঞ্চম দফার ভোট রয়েছে ২০ তারিখ মে মাসের। হাওড়া, হুগলি, শ্রীরামপুর, ব্যারাকপুর, উলুবেরিয়া আরামবাগ এবং বনগাঁতে চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া।
  • ২৫ শে মে শনিবার ষষ্ঠ দফার ভোটের নির্বাচন রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, কাঁথি ঘাটাল ও তমলুক অঞ্চলে।
  • ১লা জুন শনিবার শেষ এবং সপ্তম দফার ভোট রয়েছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর দমদম, বারাসাত, জয়নগর, বসিরহাট, ডায়মন্ডহারবার ও মথুরাপুর কেন্দ্রে।

যেদিন প্রতিষ্ঠানগুলিতে যে সময় ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে সেখানে পড়ুয়াদের ছুটি দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে।

আরও পড়ুন: Biswakarma Yojona: ভোটের আবহেই মহিলাদের জন্য নয়া প্রকল্প! মিলবে ১৫ হাজার টাকা! আবেদন করুন এইভাবে

WhatsApp Group Join Now
About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment