Gold Price: বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। চারিদিকে বাজছে বিয়ের সানাই। ব্রাইডাল সাজে সেজে উঠছেন বহু নারী। আর এই বিয়ের মরশুমে হুড়মুড়িয়ে বাড়ছে সোনার দাম। যার কারণে কপালে হাত পড়ছে মধ্যবিত্তদের। আজও যে কোনো অনুষ্ঠানে উপহার হিসাবে বা ভবিষৎ বিনিয়োগের ক্ষেত্রে এই হলুদ ধাতুর চাহিদা বর্তমান।
দেশীয় এবং আন্তর্জাতিক কারণগুলির উপর নির্ভর করে প্রতিদিন সোনার দাম ওঠানামা করতে থাকে সেই কারণে সোনার দামের উপর ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই নজর রাখেন। সোনার দাম বাড়লে যেমন কপালে চিন্তার ভাত দেখা যায় তেমনি দাম সামান্য কমলেও হাসি ফোটে সকলের মুখে। গতকাল রাজধানীতে সোনার দাম ছিল নিম্নমুখী। আজ সপ্তাহের শুরুতে সোনার দাম কত দেখে নেওয়া যাক-
Gold Price Today:
- আজ লক্ষীবারে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে সকাল সাতটা অনুযায়ী ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৭২,৬৬০ টাকা। আজ ২৪ ক্যারেট সোনার দাম গতকালের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে।
- আজ বৃহস্পতিবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬,৬১০ টাকা। গতকালের তুলনায় আজ দাম কিছুটা কমেছে।
Silver Price Today:
- আজ লক্ষ্মীবারে সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও দাম কিছুটা কমেছে রুপোর। আজ রাজধানীতে রূপোর দাম কত দেখে নেওয়া যাক:
- আজ রাজধানী কলকাতায় কলকাতায় ১ কেজি রূপোর দাম ৮২,৮০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা হ্রাস পেয়েছে রুপোর দাম।
উল্লেখ্য, আজ বিশ্ব বাজারে সোনার দাম সামান্য ঊর্ধ্বমুখী। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২৩০৪.৬০ মার্কিন ডলার, আজ তা সামান্য বেড়ে হয়েছে ২৩১৩.৫০ মার্কিন ডলার। এর প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। কারণ আজ দেশীয় বাজারেও সোনার দাম সামান্য ঊর্ধ্বমুখী।
আরও পড়ুন: Arijit Singh Turban: কেন হঠাৎ পাগড়ি পরা শুরু করলেন অরিজিৎ সিং? জানলে চোখে জল আসবে আপনার