লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Summer Tips: তীব্র গরমে এসি না চালিয়েও ঠান্ডা থাকবে ঘর; মেনে চলুন কয়েকটি টিপস

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Summer Tips: গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে নাজেহাল বঙ্গবাসী। বৈশাখ মাস পড়তে না পড়তেই গরমের জ্বালায় নাকানি চোবানি খাচ্ছে সাধারন মানুষ। এই গরমে ফ্যানের হাওয়া যেন গায়েই লাগেনা। তাই এই পরিস্থিতিতে এসি চালিয়েই একমাত্র শরীর ও ঘর ঠান্ডা রাখা সম্ভব। কিন্তু অনেকের পক্ষেই এসি কেনা সম্ভব হয়না। এই পরিস্থিতিতে ঘর ঠান্ডা রাখতে কয়েকটি উপায় অবলম্বন করতে হয়। আজকের প্রতিবেদনে সেগুলো সম্পর্কে জেনে নিন বিস্তারিত।

Summer Tips
Summer Tips

Summer Tips: How To Cool Your Room Without AC

ঘরের জানলা বন্ধ রাখা: গরমকালে দিনেরবেলা ঘরের জানলা বন্ধ রাখা উচিত। বিকেলের পর তাপমাত্রা কমলে তখন জানলা খুললে ঘরে হাওয়া চলাচল করে ও ঘর ঠান্ডা থাকে।

ভারী পর্দার ব্যবহার: গরমকালে ভারী পর্দা টাঙানো ভালো তাতে ঘর ঠান্ডা থাকে। বাইরের গরম বা তাও ঘিরে সহজে ঢুকতে পারে না।

স্ট্যান্ড ফ্যানের ব্যবহার: গরমে সিলিং ফ্যান চালালে সিলিং এর গরম নামে তার থেকে টেবিল ফ্যান চালালে ঘর ঠান্ডা থাকে। 

WhatsApp Group Join Now

ইনডোর প্ল্যান্টের ব্যবহার: জানলার পাশে বা সামনে ইনডোর প্লান্ট লাগালে ঘরে বাতাস চলাচল ভালো হয় আর গরমও কম লাগে।

আরও পড়ুন: Air Cooler: দাম মাত্র ১৫০০ টাকারও কম! তীব্র গরম থেকে বাঁচাবে এই মিনি কুলার, কোথায় পাওয়া যাচ্ছে এই কুলার; জেনে নিন

সুতির চাদরের ব্যবহার: গরমে পাতলা সুতির চাদর পাতা উচিত। সুতির চাদর অনেক বেশি আরামদায়ক গ্রীষ্মের দাবদাহে।

ঘরে কম আসবাবপত্রের ব্যবহার: গরমকালে ঘরে যত কম জিনিস ও আসবাবপত্র রাখা যায় তত ঘর ফাঁকা ও ঠান্ডা থাকে।

About Author
Neha Basu

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment